্যা হয় কপালে-কি হবে আর ভেবে ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান ডেভোটেক ঘোষণা করেছে, তারা অত্যন্ত ক্ষুদ্র আকৃতির একটি সেলফোন চার্জার তৈরি করেছে। চার্জারটির নাম ‘ফুয়েল’। এটি আকৃতিতে একটি চাবির রিংয়ের এক-চতুর্থাংশ। চার্জারটি দৈর্ঘ্যে ১ দশমিক ৩ ইঞ্চি, উচ্চতা শূন্য দশমিক ৯ ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক ৫ ইঞ্চি।
প্রতিষ্ঠানটি বলেছে, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সেলফোন চার্জার। চার্জারটি সহজেই যেকোনো চাবির রিংয়ের সঙ্গে অথবা ছোট একটি পকেটেও রাখা যাবে।
মজার ব্যাপার হলো, ফুয়েল নামের এই চার্জারটি একবার চার্জ করলে কমপক্ষে এক মাস চার্জ ধরে রাখা যায়। তা ছাড়া এটির ব্যবহারও অত্যন্ত সহজ। শুধু পাওয়ার সুইচ খুলে সেলফোনের সঙ্গে সংযুক্ত করলেই চার্জ হয়ে যাবে।
ক্ষুদ্র এই চার্জারটির মাধ্যমে চার্জ দিয়ে ২০ থেকে ৩০ মিনিট কথা বলা যায় এবং কয়েক ঘণ্টা স্ট্যান্ডবাই করে রাখা যায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরুরি মুহূর্তে যখন আপনার কোথাও কল করার প্রয়োজন হবে, ই-মেইল পাঠাতে হবে কিংবা জিপিএস ব্যবহার করতে হবে এবং চলার পথে মানচিত্র খুঁজতে হবে, তখন ‘ফুয়েল’ আপনাকে খুব সহজেই সাহায্য করবে। জানা গেছে, চার্জারটির খুচরা মূল্য হবে ২৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।