আমাদের কথা খুঁজে নিন

   

সেলফোন আমার সেলফোন

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

যেদিন আমার সেলফোনটি চুরি হয়ে যায়। সেদিন যে আমার কি কষ্ট হয়েছিল! এই গানের কথা গুলো সেদিন আমার কানে বিশাদের মতো লেগেছিল। আসলেই সেলফোন তুমি আমার প্রিয় সঙ্গী ছিলে, তোমাকেই উৎসর্গ করলাম এই গানের কথাগুলো.... ______________________________ সেল ফোন আমার সেল ফোন তুমি সারান আছো সঙ্গে কি যে যাদু কি যে রমরমা এক জড়িয়েছো যেন অঙ্গে, তোমার তালে সুর হারিয়েছি ভুলেছি আপন চাল তোমার হাতেই সপে দিয়েছি মন তরীটার হাল। ।

ঘুম ভাঙা থেকে ঘুমতে যাওয়ায় তোমার সাথে সখ্য তোমাকে ছাড়া আজকে আমার জীবন ভীষন জব্দ, সেলফোন আমার সেলফোন আমি তোমায় ছাড়া পঙ্গু সবকিছু হাতছাড়া হয়ে গেলে তুমি আছো হাতে বন্ধু। । সেলফোন তুমি জয় করেছো জগতের সীমারেখা তোমাকে নিয়েই জয়জয়কার যতসব লেখাজোখা, আবেগ অনুভুতি হিসেব নিকেশ তোমার চালে বন্দি পথ চলা আর গান শোনাতেও তোমার আছে ফন্দি। । তোমাতে আসে তোমাতে যায় আমার সম্ভাবনা হাসি কান্না সত্য মিথ্যা ভালবাসা বেদনা, আমার জীবন তোমাতেই দোলে তোমার নিয়ন্ত্রন তোমার জালেই বাঁধা পড়ে গেছে আমার সব বাঁধন।

। ____________________________

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।