অনেক দিন ধরেই ব্লগ পড়লেও লেখালেখির ইচ্ছা জাগেনি তেমন। অবশেষে গতকাল আ্যাকাউন্ট খুলে ফেললাম। এখন পোস্ট দেয়ার সময় ভেবে পাচ্ছিলাম না কি নিয়ে লিখবো।
এসব সাতপাঁচ ভাবছি এমন সময় এক বন্ধু ইয়াহুতে নক করলো। "কিরে ফোন বন্ধ কেন? কল করলে ডিরেক্ট ভয়েস মেসেজে চলে যাচ্ছে।
" টেবিলের উপরে রাখা সেলফোনটার দিকে তাকালাম। ছুটির দিনে আমি মাঝে মাঝে সেলফোনের ব্যাটারি ফুল ডিসচার্জ করি, এতে নাকি ব্যাটারি বেশিদিন টেকে। আজকে ওরকম ডিসচার্জিং করছি, চার্জ কম হওয়ায় উপরে একটা লাইট জ্বলছে আর নিভছে। তারমানে এখনও বন্ধ হয়ে যায়নি সেলফোন। জবাবে বললাম, কই ফোন তো চালু আছে তুই আবার ট্রাই কর।
পরের বার ওদিক থেকে একটা গালি আসলো, বুঝলাম যে এবারও একই অবস্থা। হাতে নিলাম সেলফোন। যা দেখলাম তা মোটামুটি অবাক হওয়ার মতই! ডিসপ্লেতে হোমপেজের সবকিছুই ঠিক আছে, চার্জের ঘরটা একদম লাল হয়ে আছে সেটাও স্বাভাবিক। কিন্তু যেখানে নেটওয়ার্কের সিগন্যাল স্ট্রেনথের বারগুলো দেখায় সেখানে একটা ক্রস সাইন, যার মানে হলো ওয়্যারলেস সিগন্যাল রিসেপশন বন্ধ করা। যে চার্জ আছে সেটা দিয়ে হয়ত সিগন্যাল রিসেপশনের কাজ চলবে না, তাই সে নিজ দায়িত্বে ওটা বন্ধ করে দিয়েছে (কিন্তু ফোনটা ঠিকই অন রেখেছে)।
বন্ধুবরকে এই কারন বলার পর সে ঐ মোবাইলের ব্র্যান্ডকেই আরেকটা সুন্দর গালি (কেশ সম্পর্কিত) উপহার দিলো। এরপর চার্জে দিয়ে দিলাম কিছু সময় পরে অটোমেটিক্যালি নেটওয়ার্ক চলে আসলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।