Speak no evil, hear no evil, see no evil.
আমাদের সবারই বিদেশে যাবার জন্য পাসপোর্ট এর প্রয়োজন আছে। পাসপোর্ট এ ভিসা সীল দিয়ে সবাই আমরা বিদেশে বিভিন্ন কাজে যাই। এই পাসপোর্ট আবার অনেক সময় পরিচয়পত্রের কাজ ও করে।
আমরা না হয় আম জনতা। কিন্তু বিখ্যাত ব্যাক্তিদের বেলায়ও কি পাসপোর্ট প্রয়োন?
চলুন আমরা তিন বিখ্যাত ও ক্ষমতাধর ব্যাক্তিদের সম্বন্ধে জানি।
বারাক ওবামা, আমেরিকান প্রেসিডেন্ট - আমেরিকার জনগনের তিন ধরনের পাসপোর্ট আছে। নীল কভার আম জনতার জন্য। মেরুন কভার অফিসিয়াল পাসপোর্ট। আর কালো কভার হচ্ছে ডিপ্লোমেটিক বা কূটনৈতিক পাসপোর্ট। বারাক ওবামা এই কালো পাসপোর্ট ব্যবহার করেন।
হোয়াইট হাউস কিছুদিন আগে বারাক ওবামার পাসপোর্ট এর ভিডিও প্রকাশ করেছে। নীচে দেখুন।
(নিউ ইওর্ক ডেইলি নিউজ সাইট থেকে নেয়া)
পোপ - পোপের পাসপোর্ট আছে। উনি ভ্যাটিক্যান এর পাসপোর্ট নম্বর ১ ব্যবহার করেন। উনি চলে গেলে পরবর্ত্তী পোপ এই ১ নম্বর পাসপোর্ট এর অধিকারী হবেন!
ইংল্যান্ডের রাণী - পৃথিবীতে সম্ভবত ইনিই একমাত্র ব্যাক্তি যার কোনো পাসপোর্ট প্রয়োজন হয়না বিদেশ ভ্রমনের জন্য।
সব দেশের সরকার তার জনগনের পাসপোর্ট ইস্যু করে। কিন্তু ইংল্যান্ডের রাজকীয় নিয়ম অনুযায়ী তাদের জনগনের পাসপোর্ট ইস্যু করেন রানী স্বয়ং! যেহেতু রানী নিজেই অন্যের পাসপোর্ট ইস্যু করেন তাই তার নিজের কোনো পাসপোর্ট প্রয়োজন হয়না! উনি পাসপোর্ট ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করতে পারেন। তাছাড়া রাণীকে এই সম্মান পৃথিবীর সব দেশ ই দেখিয়ে থাকে!
কি মজা রাণী হওয়া, না?
সামুর ব্লগার আপুরা, হবেন নাকি ইংল্যান্ডের রানী?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।