আজকে প্রথমবারের মতন রাজনৈতিক দল মনে হয়েছে বিএনপিকে। হয়ত আমার সাথে একমত হবেন না সবাই। কারন বিশ্লেষণ পরে করব আগে বিএনপির চ্যেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরে আসাকে স্বাগতম জানাই। দেশের এই ক্রান্তিলগ্নে দেশের রাজনীতির একজন মুরুব্বী হিসেবে তার দেশে থাকা খুবই প্রয়োজন ছিল এবং এত দিন তার অনুপুস্থিতি বিশেসভাবে পরিলক্ষিত হয়েছে।
যাই হোক গনহত্যা এবং প্রজন্মচত্তর এবং রায়ের বিষয়ে তার ভাষণ ছিল মুলত।
তবে আজকে যেটি হয়েছে এই প্রথমবারের মতন তারা তাদের খোলস এবং মুখোশ থেকে বের হয়ে এসে অনেকটাই দেলোয়ার হসেন সাইদির মতন করে বলেছে যে জামাত আর বিএনপি একই মায়ের পেটের ভাই ।
বিএনপি এত দিনে আজকে দাড়িয়ে বাপের বেটার মতন বলেছে যে সে এই বিচার এবং এই জামায়াত এর উপর যেই চাপ প্রয়োগ করা হচ্ছে এবং গনহত্যা চলছে তা তিনি মানেন না এবং এরই ফলশ্রুতিতে তারা দুই দিনের হরতালের সাথে আরও এক দিন যোগ করে দুই ভাই মিলে মোট তিন দিন হরতাল দিলেন।
“যদি” “তবে” “কিন্তু” “এভাবে” “সেভাবে” এই শব্দগুলি ইনিয়ে বিনিয়ে বলে বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছে এবং একেবারে যখন নির্বাচন সামনে এবং সরকার কিছুটা ব্যাকফুটে এই জামাত শিবির নিয়ে ঠিক তখনি মোচর দিলেন মাঠ থেকে এবং তাদের অবস্থান পরিস্কার করলেন।
তাই আজকে আসলেই তাদেরকে স্বাগতম জানাতেই হবে যে , অন্তত তারা চলে আসতে পারলেন একটি রাজনৈতিক দলের স্ট্যান্ডে যাদের একটি মত আছে কোন একটি জাতীয় বা নৈতিক অথবা রাজনৈতিক ঘটনার উপরে।
যাক নাটকের শেষ আমাদের জানা নাই।
তবে আজ থেকে নাটক যে মারাত্মক ক্লাইমেক্স এর দিকে যাচ্ছে সেটার কোন সন্দেহ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।