আমাদের কথা খুঁজে নিন

   

প্রাসঙ্গিক কিছু ভাবনা



গল্প, কবিতা এখন আর আগের মত জনপ্রিয় না। জনপ্রিয়তা কম হলে চর্চার যথেষ্ট সুযোগ থাকার এর চর্চা আগের মতই রয়ে গেছে। হয়তো সঠিক পরিচর্চা পেলে আবার ফিরে দাড়াতে পারে। একটা গল্প অথবা কবিতা লেখা একটু সময়ের ব্যাপার। সময় নিয়ে যে লেখা তা যদি পাঠকের চোখে না পড়ে, পাঠক তাতে কমেন্টস না করে তাহলে লেখার শ্রম অনেকটা ব্যর্থ (বিশেষ করে ব্লগের ব্যাপারে বলছি)।

সামুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাতে খুশি হওয়ার কথা। আমিও খুশি। কিন্ত সমস্যা হল- সামুতে প্রথম পাতায় একটা পোস্ট ১০ মিনিটের বেশি থাকে না। কখনও কখনও তা ৫ মিনিটে দ্বিতীয় পাতায় চলে যায়।

দ্বিতীয় পাতায় চলে গেলে একটি লেখায় দেখা যায় আর কমন্টেস পড়ে না। প্লাস, মাইনাস যে যাই বলুক, আসলে কমেন্টস হলো লেখার প্রাণ। কমেন্টস হলো পাঠকের জীবন্ত উপস্থিতি। কারণ কমন্টেস এ যেমন নিজের লেখার সমালোচনা পড়া যায়, ভাল, খারাপ দিক গুলো জানা যায়। তেমনি অনেক কন্টেস আছে যেগুলোতে প্রয়োজনীয় যুক্তি তর্ক উঠে আসে।

যে লেখাটি দ্বিতীয় পাতায় চলে যায় সে লেখাটিকে খুজে খুজে কেউ কমেন্টস করতে যাবে না। ঢাকা শহর বিশ্বের জনসংখ্যা বহুল শহরের একটি। এটি একটি মেঘা সিটি। কিন্তু ঢাকা শহর দিন দিন বসবাসের অযোগ্য হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে। কারণ যেভাবে জনসংখ্যা বাড়ছে সেভাবে সরকার গুলো পরিকল্পনা গ্রহণ করে নাই।

তাই আজ দেখা যায় যে ঢাকা শহরের অনেক গার্মেন্টস শ্রমিক পায়ে হেটে কর্মস্থলে যায় এরং আসে। ইচ্ছে করলেও সবাই গাড়ীতে চড়ে যাতায়াত করতে পারবে না। কারণ মানুষের তুলনায় গাড়ীর সংখ্যা কম। দেশে এখন অনেক বাংলা ব্লগ আছে। তাই জনপ্রিয়তা এবং মান দুটোই ধরে রাখতে হবে।

এখন আর বাংলা ছবি দেখতে কেউ হলে যায় না। কারণ কিন্ত হলের চেয়ারে চারপোকা কামড়ায় তান জন্য নয়। পরিবার নিয়ে একসাথে দেখার পরিবেশ নেই বলে। অনেক ছবি ব্যবসা সফল হলে তা কোন পুরষ্কার পায় না। আবার অনেক ব্যবসা অসফল ছবি পুরষ্কার পায়।

তেমনি এখানে অনেক ব্লগার আছেন মাত্র দেড় লাইন লিখে ৪০০/৫০০ কমেন্টস পেয়েছেন। একটা গল্প বা কবিতা লিখে ২টা কমেন্টসও পান নাই। এই বিষয়টি বিবেচনায় আনতে হবে। কতৃপক্ষের বিবেচনা করতে হবে (যদি সম্ভব হয়) যেন- একটা গল্প লিস্টে নিচে নামবে আরেকটা গল্প পোষ্ট হলে, এভাবে কবিতার জন্য, এভাবে সাধারণ পোস্টের জন্য। তেমনি সামু ২০১০ সালের রেড হেরিং এশিয়া টপ ১০০ টেক স্টাটআপ হিসেবে নির্বাচিত হয়েছে।

ভিজিটর এবং ব্লগার সামুর প্রাণ। কিন্ত এটা বিবেচনায় রাখতে হবে যেন প্রাণের চাপে যেন প্রাণ না যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.