আজ আমার মন ভাল নেই
জন বেগাট বলেছিলেন যদি একটি মানুষ কুকুরকে কামড়ায় তক্ষে সেটা হবে খবর। অর্থাৎ যা স্বাভাবিক নয় যা ঘটার কথা নয়, তা যিদ ঘটে তবে সেটা হবে খবর। কিন্তুু দুর্নীতিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন একটি দেশে কোনটা স্বাভাবিক এবং কোনটা খবর সেটা এই সংঙ্ঘা অনুযায়ী বেশ গোলমালে। দেশের একজন মন্ত্রি সততা, যোগ্যতা এবং আন্তিরকতার সঙ্ঘে দেশের জন্য ও দেশের মানুষের জন্যে কাজ করে যাবেন। তার দেশ প্রেম এবং তার সম্পদ নিয়ে মানুষের মনে কোন প্রশ্ন জন্মাবেনা, এটাই স্বাভাবিক।
তার যোগ্য ব্যক্তিকে মন্ত্রি করা হবে এটাই প্রত্যাশিত। তাই মন্ত্রি সৎ, যোগ্য বা আন্তরিক এটা কোন খবর হওয়ার কথা নয়। কিন্তু সেই স্বাভাবিক চিত্রটাই আমাদের প্রিয় মাতৃভমি বাংলাদেশে অস্বাভাবিক। ৬০ সদস্যের বিশাল মন্ত্রিসভার একজন মন্ত্রির (ডঃ আব্দুল মঈন খান) সততা এবং নিষ্ঠা এখন দৈনিক পত্রিকার লিড নিউজ হয়। একজন মন্ত্রি সৎ, তিনি ঘুষ নেনা, নিষ্ঠার সাথে কাজ করবেন এটাই এখন অস্বাভাবিক, এটাই এখন খবর।
বেভে দখুন আমরা টোথায় এসে দাড়িয়েছি? - ঃঃঃ- চলবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।