আমাদের কথা খুঁজে নিন

   

একটি SMS ও প্রাসঙ্গিক ভাবনা

গভীর কিছু শেখার আছে ....

গত রাতে বাসায় ফিরেছি বেশ রাত করে। তার উপর রাত ৩ টার দিকে এক বন্ধু ফোন করে গল্প করলো বেশ কিছু সময়। স্বভাবতই ঘুমটা তাই বেশ জেঁকেই ধরেছিলো। কিন্তু ভোর ৫ টা ৫৫ মিনিটে AKTEL থেকে একটি SMS এর রিংটোন বাজতেই ঘুম আবার ছুটে গেল। আধো ঘুম ঘুম চোখে SMS টি পড়তেই ঘুম পুরোপুরি ছুটে গেল।

সহজ বাংলা করলে SMS এর কথাগুলো হলো- ''সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলি''- ফ্রম দি অফিস অফ দি চীফ এডভাইজার। ভাবলাম কোন বন্ধু হয়তো মজা করেছে! কিন্তু SENDER হিসেবে AKTEL এর নাম দেখে ভাবলাম এই ভোর বেলায় কি এমন হলো যে, চীফ উপদেষ্টার কথা পাঠাতে হলো! যা হোক, ঘুম থেকে উঠে ছোট বোনের GRAMEEN PHONE এও শুনলাম একই SMS এসেছে। অফিসে এসে খোঁজ নিয়ে দেখলাম মোটামুটি কোন মোবাইল কোম্পানিই বাদ যায় নি এই SMS টি পাঠাতে। এক্ষেত্রে একটি প্রসঙ্গই উঠে আসাটা স্বাভাবিক যে, ১/১১ এর পর দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সামগ্রিক অবস্থা সম্পর্কে সকলেই কম-বেশি জানেন। অন্তত অরাজনৈতিক সরকারের কাজের বিষয়ে সাধারণ মানুষের খোঁজ-খবর থাকে সবচেয়ে বেশি।

বর্তমান সরকারের কাজের ক্ষেত্রে সন্ত্রাস ও দুর্নীতির ব্যাপারটি কতটা গুরুত্ব পেয়েছে, তাও সকলে কম-বেশি জানেন। সুতরাং এমতাবস্থায় এ সময় এসে, এ রকম একটি SMS কেন মোবাইল কোম্পানিগুলো পাঠাচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক! প্রধান উপদেষ্টার বর্তমান কাজ-কর্মের পরিধিকে এভাবে মোবাইলে SMS করে পাঠানোতে মোবাইল কোম্পানিগুলোর কি স্বার্থ রয়েছে, কে জানে!! বন্যা, সাইক্লোন সহ প্রাকৃতিক দুর্যোগেও যে মোবাইল কোম্পানিগুলো মানুষদের সতর্কীকরণ SMS দেয় না, তারাই এখন প্রধান উপদেষ্টার কথাকে COPY করে কেন পাঠাচ্ছে, তা নিয়ে সকলের মধ্যেই এক ধরণের জিজ্ঞাসা কিন্তু থেকেই যাচ্ছে! হয়তো এরও কোন যথাযথ উত্তর মোবাইল কোম্পানিগুলোর কাছে SAVE করাই আছে। মোবাইল ফোনের INBOX এ সেটিও হয়তো খুঁজে পাওয়া যাবে কোন এক ভোরে পাঠানো SMS থেকে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.