"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire
বিনিয়োগ করতে চান? কোথায় বিনিয়োগ করলে আপনার মূলধন অতি দ্রুত দ্বিগুণ হবে তা ভেবে পাচ্ছেন না? তাহলে দেখুন-
প্রচুর অর্থ আছে এমন কয়েকজন মিলে বেসরকারি ভাবে বিদ্যূৎ উৎপাদনে বিনিয়োগ করুন। লাভবান হবেন, দেশের উপকার হবে।
বেকার যুবকদের জন্য কর্মমুখী শিক্ষাকেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করুন। অর্থ, সম্মান ও প্রাণ-চঞ্চল কিছু তরূণ পাবেন মাত্র ৬ থেকে ৮ মাসের মধ্যেই।
ক্ষুদ্র-কুটির শিল্প গড়ে তুলুন।
সাংস্কৃতিক কর্মকান্ডে পৃষ্ঠপোষক্তা করুন।
গ্রামে বা অনুন্নত এলাকায় বৃত্তি প্রদান করুন, কিছু মেধা তুলে আনুন।
কল-কারখানা স্থাপনে এগিয়ে আসুন।
এ রকম আরও অনেক খাত আছে যাতে আপনি নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন। তখন কিছু জটিলতা সৃষ্টি হতে পারে।
স্থানীয় নেতা,প্রশাসন,মাস্তান চাঁদা চাইতে পারে, ঘুষ না দেওয়ায় ফাইল আটকে যেতে পারে। এসব সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন। আমরা না সাজালে এই দেশটা বিবসনা রয়ে যাবে, বিদেশী পণ্যের কালো চাদরের নিচে ধর্ষিত হতে থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।