Speak no evil, hear no evil, see no evil.
বাংলাদেশে বেশ কিছুদিন হোলো মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) করা শুরু হয়েছে। অনেকেরই বিদেশে যেতে হতে পারে এবং কিছুদিন পরে আমদের নরমাল পাসপোর্ট কাজেও লাগবে না। বিদেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা এয়ারলাইনস এই পাসপোর্ট হিসেবেও নেবেনা।
আসুন জেনে নেই কিভাবে মেশিন রিডেবল পাসপোর্ট করাব।
১।
প্রথমেই বিনে পয়সায় ফর্ম ডাউনলোড করুন।
http://www.dip.gov.bd/?q=node/34
২। ফর্ম পূরন করুন। ফটোকপি করুন।
৩।
ঢাকায় ৩ টা জায়গায় এটা জমা দিতে পারেন। পাসপোর্ট অফিস আগারগা, উত্তরা ১২ নম্বর সেক্টর এবং যাত্রাবাড়ি।
৪। আপনার যদি আগের পাসপোর্ট না থাকে তবে দু কপি ফর্ম, দুটা পাসপোর্ট সাইজের ছবি, ২ কপি আইডি কার্ডের ফটোকপি সাথে দিতে হবে। আগের পাসপোর্ট থাকলে এক কপি হলেই চলবে।
ফর্ম, ছবি, আইডি কার্ড সত্যায়িত হতে হবে। পুরোনো পাসপোর্ট থাকলে প্রথম ৯ পাতা পর্যন্ত ফটোকপিও দিতে হবে।
৫। ঐ অফিসগুলোর কাছের কোনো এক নির্ধারিত সোনালী ব্যাংকে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট চাইলে ৬০০০ টাকা এবং ৩০ দিনের মধ্যে চাইলে ৩০০০ টাকা জমা দিতে হবে।
৬।
টাকা জমার রিসিপ্ট নিয়ে অফিসে যেয়ে সবকিছু জমা দিতে হবে। এর সাথে সাথে আপনাকে একটা দিন তারিখ বলে দেবে যখন আপনি আবার যেয়ে কম্পিউটারে ছবি, হাতের ছাপ এবং সই দেবেন। মাঝে মাঝে জমার দিনই ছবি তুলতে পারবেন ভীড় না থাকলে।
৮। ঐ অফিস আপনার পুলিশ ভেরিফিকেশন করাবে।
৭। নির্দিস্ট দিন পরে আপনি যেয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন। এর মেয়াদ ৫ বছর।
মেশিন রিডেবল পাসপোর্ট করুন, সুখে থাকুন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।