কেউ যদি আমাকে বলত তুমি কি কখন ও কক্সবাজার গেস??? আমি বলিতাম গেসি তো। ঘটনা সত্যি , কিন্ত তার মাঝে ও মিথ্যা আছে, ক্যামন করে??? আমি যে ঐ জায়গায় গেসিলাম তা আমি জানিতে পারি আমার মার কাছ থেকে, সে এক আদি কালের কথা আমার বয়স তিন, হাতে প্রান জুস নিয়ে নাকি অনেক লাফালাফি করছি,কি করসি মনে থাকার দরকার নাই, গেসি যে এতে ই আমি বেজায় খুশি।
অনেক জল্পনা কল্পনা জন্ম দিয়ে আগামীকাল কুয়েটের সিভিল 2k6 ব্যাচ কক্সবাজার গোসল করিতে রওনা দিবে। আমার একটা স্বভাব হল কেউ যদি কোন ট্যুর, বনে ভোজন আয়োজন করে আমি কোন কথা না শুনেই না করে দেই, তবে পরে চিন্তা করি এই বারই লাস্ট আর কোথাও যামু না। এই ধারাবাহিকতা বজায় রেখে আমি প্রথম এ না ,পরে হাঁ বলিয়া আমার ফর্ম ধরে রাখছি ।
যে দিন department থেকে আমাদের ফাইনাল ট্যুর এর কথা বলা হল ঐ দিন থেকে এই সব কাজে তুলনাহীন রিজু তার কাজ যথারীতি শুরু করে দিল। দায়িত্ব নিতে রিজু খুব পছন্দ করে আর তাই হোটেল থেকে বাস, বাস থেকে টয়লেট ঠিক করা সব ই ও নিজ দায়িত্তে করবে।
এমনিতে ই ট্যুর এ যেতে চাই না তার উপর চাঁদা পরছে ৮০০০ টাকার মত,এতো টাকা দেখে মাথা গরম, নিজে যামু না ,অন্নে যাতে না যায় তাই বলিতে লাগিলাম “ধুর কক্সবাজার ???মানুষের মাথায় ঘিলু থাকলে তো এই শীতে খানে যাওয়ার নাম নিত না। আর ৮০০০ টাকা???আমারে ২০০০ দিস সব সিস্টেম কইরা দিমু” আমার নানা আমারে সব সময় দোয়া করতেন আমি যাতে মিথ্যা কথা না বলি, নানার কাছ থেকে অনেক দূরে থাকি তাই হয়ত দোয়ার ধার কমে গেছে,আর নানার দোয়ায় কাম করতেছে না। মিথ্যা অনবরত বলে ই যাচ্ছি।
শকুন এর দোয়ার গরু কেন, কেউ ই মরে না ,আমার ফাঁদে ও কেও পা দিল না। সব পোলাপান যাবে, আমি যাই কই?পরে আমিও রোমাঞ্চ অনুভব করে যাওয়ার প্রস্তুতি নিলাম। মনে মনে প্রস্তুতি নিলে তো আর হবে না , টাকা লাগবে তো, এই রকম ক্লাইম্যাক্স এ আমার একমাত্র দাতা আমার মা। মার কাছে সরাসরি কিছু বলা লাগে না, মানুষ ক বললে খ বুঝে আর মা বাংলা বর্ণ মালা শেষ করে ইংলিশ বর্ণমালা পর্যন্ত বুঝে, তাই মাকে ফোন দিলাম
- মা , ২৭ তারিখ আমি বাড়ি আসতে পারি।
- ভাল তো চলে আয়
- তোর ভার্সিটি কি বন্ধ নাকি???
- নাহ, ঐ পোলাপান ট্যুর এ যাচ্ছে, আমি যামু না, ফাও খরচ।
- কত লাগবে??? ( মায়ের মন কি জিনিস রে ??? )
- আর এ নাহ, যামু না।
- ৫০০০ দিলে হবে ???
- বললাম না যামু না।
- কাল পাঠাতে হবে???
- আর এ না, ১৫ দিন পর, তবে আমি ১০০০ ম্যান্যাজ করছি, তুমি ৮০০০ দিও।
- ১৫ দিন হলে ১০০০০ ই পাঠাতে পারব
- আচ্ছা পাঠাও, দেইখো কষ্ট হলে দরকার নাই,
- নাহ কষ্ট হবে না
- বাবা কই???
- অফিস এ
- বাবার কাছে কিছু বলার দরকার নাই
- আচ্ছা
আমাদের দুইটা বাস, একটা ৪৫ সিট আর একটা ৪০ সিট, সকালে কে কোন বাস এ উঠবে তা নিয়ে আলোচনা। রিজু আমারে বলে ” বাপ্পি তুই ৪০ সিট এর বাস এ যা “ আমার কাজ কর্ম বোকার মত হলে ও এতো বোকা না, আমি ৪৫ সিট এর বাস এ ই যামু।
কি এমন জিনিস আছে যে আমি ঐ বাস ছাড়া ৪০ সিট এর ভাল বাস এ যামু না??? কারণ ৪৫ সিট এর বাস এ সব মেয়েরা উঠবে। আমার মন যে ঐ খানে তাই বাধা পরে গেসে।
এই ট্যুর ই আমার ভার্সিটি লাইফ এর শেষ ট্যুর, হয়ত তাদের সাথে আর কখন ও ই এক সাথে কোথাও যাওয়া হবে না , অনেক মজা করব এটা আশা রাখি, আমি পরে হয়ত আরও অনেক বার যাব সমুদ্র দেখতে, তখন যেন আমার মন একটা কথা ই বলে “ আমি কুয়েট বন্ধুদের সাথে যেবার কক্সবাজার গেসিলাম ওইটা ই আমার লাইফ এর সব থেকে মজার দিন ছিল “
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।