হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
(ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত)
ঢাকা শহরের জ্যাম হচ্ছে শহরের আইডেন্টিটি চিহ্ন, পৈতা দেখে যেমন ব্রাহ্মন চেনা যায় তেমনি জ্যাম দেখে ঢাকা চেনা যায়। এই ঢাকা শহরকে গত এক-দেড় মাস কেমন যেন অচেনা লাগছিল। বাসা থেকে আধা ঘন্টায় অফিসে চলে এসে নিজেকে কেমন যেন বেকুব বলে মনে হচ্ছিল, ভাবছিলাম আমি কি ঢাকা শহর থেকে বহিস্কার হয়ে কোন মফস্বল শহরে চলে এসেছি কিনা। এই সপ্তাহে দেখলাম আমাকে স্বস্তি দিয়ে ঢাকার জ্যাম নিজ রুপে ফিরে এসেছে।
ভাবছিলাম সরকার কে বেকায়দায় ফেলার জন্য বিরোধীদল কোন ষড়যন্ত্র করছে কিনা? কারন চিরচেনা ঢাকা কে অচেনা বানিয়ে সরকারে ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করতেই পারে বিএনপি-জামাত। যেমন শেয়ার মার্কেটে ধস নামিয়ে, দ্রব্যমুল্য বাড়িয়ে, সরকারী দলের নেতা-এমপির বাসায় চুরি ডাকাতি করে কিম্বা মানুষ খুন করে বিরোধি দল যেমন সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করে যাচ্ছে অহরহ, ভেবেছিলাম তেমনি কোন ষড়যন্ত্র করছে কিনা বিরোধি দল। যাই হোক, ষড়যন্ত্র যে সফল হয়নি, তাই আমি যারপরনাই আনন্দিত।
আসুন, ঢাকার এই জ্যাম আমরা উপভোগ করি। ঢাকার রাস্তায় স্থবির হয়ে থাকা গাড়ির লাইনের পাশ দিয়ে হাটুন, দেখুন নিজেকে কেমন সৌভাগ্যবান মনে হয়।
তবে পকেট সাবধান! বেশি টাকা কিম্বা দামী মোবাইল সাথে রাখবেন না। চেহারায় একটা ক্যাবলাকান্ত ভাব ধরে রাখুন। না হলে আবার ছিনতাই এর শিকার হতে পারেন তাতে সরকারের সুনাম ক্ষুন্ন হলে আপনিই দায়ী থাকবেন।
(ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।