ইংরেজী কন্সপিরেসি থিওরির বাংলা কি হতে পারে? আমার মনে হয় ষড়যন্ত্র শব্দটা খুব একটা খারাপ মানায় না।
কম্পিউটারের পুরনো ছবিগুলো ঘাঁটতে ঘঁটতে হটাৎ এটা চোখে পড়ল। তাই দেখে ভাবলাম একখান পোস্ট দিয়ে দেই।
আমেরিকার জোড়াদালান বিস্ফোরণের প্রায় আধা যুগ হতে চলল, কিন্তু এখনো এই ইতিহাসের মোড় ঘুরানো ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের অন্ত নাই। আর যেখানেই গোপনীয়তা সেখানেই কৌতুহল ফেনিয়ে উঠতে থাকে।
গত কয়েক বছর ধরেই লুজ চেঞ্জ নামে একটি প্রামাণ্যচিত্র অত্যান্ত জনপ্রিয় ছিল গুগল ভিডিও ইউটিউব সহ সব ভিডিও শেয়ারিং সাইটগুলোতে। কদিন আগে পেলাম ৯১১ রিভিজিটেড নামে একটি ডকুমেন্টারি। এটাতেও ভবনদুটির ধংসের বিষয়ে বিমানের সাথে সাথে আভ্যন্তরীণ বিস্ফোরণের সম্ভাবনার বিষয়টি যাচাই করা হয়েছে।
যদিও সত্যিমিথ্যা সময়েই ভাল বলে দেবে। তবে ভিডিওটি উপভোগ্য।
সতর্কবাণীঃ ১ বিরাট লম্বা, দেখবার চাইলে ঘন্টাখানেক টাইম লইয়েন
সতর্কবাণীঃ ২ দেইহা কি বিশ্বাস করবেন আপনার ব্যাপার। আমারে ক্যাচালে জড়াইবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।