সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তাকে অস্বাভাবিক নয়!এর পূর্বেও তাকে হত্যার বহু ষড়যন্ত্র হয়েছে।এদেশের নমরূদ ফেরাঊনেরা তার দলের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে!ওরা হত্যা করেছে আইভি রহমান,মঞ্জুরুল ইমাম,মমতাজউদ্দিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অর্থমন্ত্রী শাহ এ এম কিবরিয়াকে!তাই তিনি তার নিরাপত্তার কথা বলতেই পারে!কিন্তু,মাননীয়া খালেদাজিয়াকে হত্যার ষড়যন্ত্র হাস্যকর বটে!তবে এই বাংলার মাটিতে হলে হতেও পারে!তবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারী তিনি নিজেই কিনা,তা প্রশ্ন ঊঠতেই পারে!যেমন পাকিস্তানের নির্বাচনের পূর্বে বেঞ্জীর ভূট্টোর প্রানের বিনিময়ে তার দল আজকে ক্ষমতায়!মাননীয়া বেগম সাহেবা যদি মনে করে শেষ বয়সে শেষ চেষ্টা করে শেষ সফলতা যদি আসে,তবে ক্ষতি কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।