আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডামের কাছে একটা আবেদন পত্র

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! বরাবর, মাননীয় ম্যাডাম খালাম্মা বাংলাদেশ *** পার্টি । বিষয়ঃ সপ্তাহের বাকী দুইদিন হরতাল ডাকা প্রসঙ্গ ম্যাডাম, বিনীত নিবেদন এই যে, আজকে আপনাকে আপনাকে অনেক দিন পর টিভিতে দেখতে পেলাম ! সত্যি বল খালাম্মা কি যে আনন্দ লাগছিল ! আসলে আপনাকে কখনও বলা হয় নাই আমি কিন্তু আপনার ঐ ফোলা চুলের একজন বড় ভক্ত ! আমি অনেক এমন একজন গার্লফ্রেন্ড খুজতেছি যার চুল আপনার মত ! কিন্তু আজকাল কার ফাজিল মেয়ে গুলার মাথায় যদি একটু স্টাইল জ্ঞান থাকে ! যাই হোক, আসল কথায় আসি । আপনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য । তা আপনার শরীর ভাল তো । অবশ্য আপনার ভাষন শুনেই আমি বুঝতে পারছিলাম যে আপনি পুরোপুরি সুস্থ বোধ করছেন ! আপনার সুস্থতার জন্য বাংলার মানুষ নফল রোজা রেখেছিল আপনি শুনেছেন মনে হয় ! আজ আপনাকে টিভিতে দেখলাম ।

আপনার পাশে ফকু আঙ্কেল আর মদু চাচুকেও খুব ভাল লাগছিল ! আহা ! কত দিন পরে আপনাদের একসাথে দেখলাম ! এক টিভি পর্দায় । শুনলাম আগামী মঙ্গলবার নাকি হরতাল দিয়েছেন ? আরে একদম ঠিক কাজ করেছেন ! জামাত যদি এক রাজাকার কে বাঁচাতে দুইদিন হরতাল ডাকতে পারে আপনার দল পারবে না কেন ? একদম ঠিক হয়েছে ! অনেকে বলতেছে সাধারন মানুষের দূর্ভোগ বাড়ছে । বাড়ুক না ? জন সাধারনের জন্মই তো হয়েছে দূর্ভোগ পোয়ানোর জন্য ! এসএসসি পরীক্ষা চলতেছে ! তো কি হয়েছে ? চলুক না ? যত হরতাল তত ছুটি ! ছেলেমেয়েরা আরো পড়া লেখা করার সুযোগ পাবে ! ভাল রেজাল্ট করবে । দেশের না উজ্জল করবে । ামি জানি আপনার হরতাল হাকার পেছনে এই বিষয় টি অবশ্যই কোন না কোন ভাবে যুক্ত ! আসলে আপনার মত এমন গভীর ভাবে আর কে চিন্তা করতে পারে বলুন ? যাই হোক, শুনলাম নাকি সরকারী দল আর তরুন প্রজন্ম এই হরতাল প্রতিহত করবে ? আরে মুখের কথা নাকি ? আপনি কোন চিন্তা করবেন না ! আর কোন কাজ তো আর আপনে করেন না কেবল এই হরতালটা দেন ! তাও যদি নিন্দুকেরা এতো কথা বলে তাহলে ভাল লাগে বলুন ? আসলে আপনাকে এতো মধুর কথা বলছি কারন টা হল সপ্তাহের বাকী দুই দিন কি হরতাল দেওয়া যায় না ? এইটা কি একটু ভেবে দেখবেন ।

বছরের ৫২ সপ্তাহের ভিতর একটা সপ্তাহ হরতাল হলে কোন সমস্যাই হবে না কারো ! আসলে অনেক দিন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না ! যদি বাকী দুইদিন হরতাল দিতেন তাইলে বাড়ি থেকে একটু ঘুইড়া আসতে পারতাম ! দেখেন না একটু চিন্তা করে ! বড় উপকার হয় ! পরিশেষে এই বলার আছে যে, সামনের বুধ আর বৃহস্পতিবারেও হরতাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার মজ্জি হয় ! নিবেদক আপনার একজন পাখা (ফ্যান) আবাল জনতার পক্ষ থেকে ! (এটি একটি কাল্পনিক দরখাস্ত ! কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আংশিক বা সম্পূর্ন মিল গেলে লেখক দায়ী নন । আর দয়া করে কেউ কারো নাম উল্লেখ করে কোন মন্তব্য করবেন না প্লিজ। ইহা কোন ব্যক্তি কেন্দ্রীক লেখা নয় ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.