আমার হাতের লেখা হল কাকের ঠ্যাং বকের ঠ্যাং! কম্পিউটার এ লিখলে এই একটা সুবিধা পাই। আসল লেখা কেউ দেখতে পারে না চাইলেও। - ম্যাডাম সিঙ্গাপুর ভ্রমণ কেমন ছিল?
- আর বইলেন না! কোকোর চুরির টেকা সব খাই দিসে ওই দেশের ফ্যাসিস্ট সরকার! এত্ত কষ্ট কইরা মোর পোলা টাকাগুলা চুরি করসিলো...
- আপনি না চিকিৎসা করতে গিয়েছিলেন?
- এত টেকা ভ্যানিস হইয়া গেলে আমি মেকাপ আর শাড়ি কিনুম কি দিয়া? ভ্রু-খান প্লাক করতে কত টেকা লাগে আপনি জানেন? এত টেকার চিন্তায় বুকে পেইন ফিল করা শুরু কইরা দিসিলাম। ওইটার চিকিৎসা করাইতে গেসিলাম...
- সংবাদ সম্মেলন কেন ডাকলেন সে ব্যাপারে...
-আপনাগোর লাইগা পাকিস্তানি খেজুর আনসি... সেইরাম টেস্ট!! ওই রিজভী!! সাংবাদিক ভাইদের মধ্যে খেজুর বিলা!! ঘর মুছা শেষ হইসে? কয়েকদিনের জন্য দেশের বাইরে গেসি... কাজে ফাঁকি মাইরা তো তব্দা কইরা ফালাইসোস!! সাংবাদিক ভাই, দেইখেন তো আপনার গ্রামের বাড়িতে ভালা একখান কামের মাইয়া পান নাকি... এইটারে দিয়া আর চলতেসে না।
- সিঙ্গাপুরে গিয়ে আপনি পাকিস্তানি খেজুর পেলেন কিভাবে?
- ওই যাওয়া আসার টাইমে দুইবার সাইড ট্রিপ নিসিলাম আরকি।
ওইখানের লোকগুলান এই বাঙ্গাল মুলুকের চাইতে ভালা। কত্ত আদর আপ্যায়ন করে, আর এই ফ্যাসিস্ট সরকার আমার বাড়িঘর লইয়া টানাটানি করে। (একটু খোঁজাখুঁজি করে) ওই রিজভী!! আমার দেশের সাংবাদিকরে একটু বেশী কইরা খেজুর দিস। মাহমুদুররে যাতে দেয় মনে কইরা, হের বাপ পাঠাইসে।
- ম্যাডাম, আপনার দলের ভারপ্রাপ্ত মহাসচিব...
- হেরে এই ফ্যাসিস্ট সরকার জেলে ঢুকায় রাখসে!! কত্ত নিষ্ঠুর!! এই সরকার জালেম! গণহত্যা... খুন... গুম... হলমার্ক... ব্লা ব্লা ব্লা...
- মির্জা ফখরুল সাহেব অনেক আগেই ছাড়া পেয়েছেন... আপনার পাশেই বসে আছেন প্রথম থেকেই।
- (পাশে তাকিয়ে) আরেহ মির্জু!! কেমন আছিস? জেল থেইকা তোরে ছাড়লো কবে? সব ঠিক আছে তো? পাকিস্তান থেইকা সেইরাম কয়েকটা মুরগির ডিম পাঠাইসে... ভালামত সিদ্ধ কইরা মসলা দিয়া ভুনা করতে কইসি রিজভীরে, রাইতে খাইয়া যাইস।
- ম্যাডাম সাঈদীর ফাঁসির প্রসঙ্গে...
- সাঈদীরে ফাঁসি দিসে? কসকি মমিন!! আমারে জানায় নাই ক্যান এখনও? ওই মির্জু!! সংবাদ সম্মেলন ডাক!! ওই রিজভী... তুই ছাগলের মতন এখনও খেজুর বিলাইতেসোস কিল্লাই? যা সরকাররে ফ্যাসিস্ট ডাক! আর হা... শাহবাগের আন্দোলন কিন্তু আমার দুই পোলারে দেশে ফিরায় আনার আন্দোলন। কালকে পেপারে বইলেন এটা... পিলিজ লাগে। আমি যাইগা... স্টার জলসায় রাশি শুরু হবে এখন।
** সত্যের সাথে মিল খুঁজে পেলে লেখক কোনমতেই দায়ী নন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।