আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডামের ভালবাসা

কোন কাইজ্জ্যার মধ্যে নাই , আম্লীগ, বিমম্পী বুঝিনা, রাজাকার দূরে যা, শিবির তোরা দূরে থাক । দেশে সুশাসন চাই । তবে দেশের বিচারপতি গন হতে হবে পাকি বিচার পতিদের মত ।

যদি দুটি ব্যক্তি পরস্পরকে ভালোবাসেন তাহলে তার পরিণতি সুখের হতে পারে না।
আর্নেস্ট হেমিংওয়ে

প্রেমিক হিসেবে ফ্রেঞ্চদের ঈর্ষাযোগ্য নাম আছে... তুলো বন্দরের তরুণ পুলিশ জ্যাক পিরের ঘটনাটাই দেখুন না কেন।



ট্রেইনিং কোর্স ইত্যাদি সমাপ্ত হওয়ার পর পিরে তার চাকরি জীবনে প্রথম বিটে একাকী ডিউটি করছিলেন শহরের কেন্দ্রস্থলে। তিনি লক্ষ্য করলেন একটি স্মার্ট বুটিক শপের (পোশাকের দোকান) সামনে অবৈধভাবে একটি মোটর গাড়ি পার্ক করা আছে। তাকে বিশেষ করে এই গাড়ি এবং তার ড্রাইভারের প্রতি দৃষ্টি রাখার জন্য আগে থেকেই নির্দেশ দেয়া হয়েছিল। গাড়ির ড্রাইভার ছিলেন সেই দোকানেরই মালিক ম্যাডাম ইভলিন লাফর্জ।

ম্যাডাম লাফর্জ ছিলেন দুর্দমনীয় মহিলা।

নো-পার্কিং জোন বা যেখানে গাড়ি পার্কিং সর্বদাই নিষিদ্ধ সেখানে তিনি আইন অমান্য করে প্রায়ই গাড়ি রেখে দিতেন। এই বেআইনি কাজের জন্য পুলিশ যেসব সমন অথব জরিমানার পার্কিং টিকেট তার গাড়ির কাচে সেটে দিতো সেগুলো ম্যাডাম লাফর্জ বিনা দ্বিধায় ছিড়ে ফেলে দিতেন।

তরুণ জ্যাক পিরে হঠাৎ দেখলেন ম্যাডাম লাফর্জ তার গাড়ির দিকে এগিয়ে আসছেন। ওপরওয়ালাদের তুষ্ট করার এই সুযোগ তরুণ পুলিশটি হাতছাড়া করতে চাইলেন না। ম্যাডাম লাফর্জকে শিক্ষা দেয়ার জন্য পিরে এগিয়ে গেলেন।



কিন্তু পুলিশের সঙ্গে আচার-আচরণে ম্যাডাম লাফর্জ ছিলেন অতি অভিজ্ঞ বিশেষত জ্যাক পিরের মতো নতুন পুলিশরা তার কাছে ছিল কচি শিশু। পিরে তাকে মৃদু স্বরে বকাবকি শুরু করা মাত্রই ম্যাডাম লাফর্জ কান্নায় ভেঙে পড়লেন। ‘দুঃখ’ এবং ‘অনুশোচনায়’ তিনি প্রায় পাগলের মতো আচরণ করতে লাগলেন।

ম্যাডামের চিৎকার, কান্না এবং চোখের পানি থামানোর জন্য তরুণ পুলিশ জ্যাক পিরে মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলেন। এই দৃশ্য দেখার জন্য ক্রমেই রাস্তায় ভিড় বাড়তে লাগলো।

পিরে যখন ম্যাডামকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিলেন তখন উপস্থিত জনতা তার ওপর ক্রুদ্ধ হয়ে উঠলো। এই বিরূপ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য পিরে ম্যাডামকে ক্ষমা করে দিয়ে ম্যাডামেরই গাড়ি ড্রাইভ করে তাকে বাড়ি পৌছে দেয়ার প্রস্তাব দিলেন।

যখন তারা ড্রাইভ করে যাচ্ছিলেন তখন ম্যাডাম তার সংবিৎ ফিরে পেলেন। বাড়ির সামনে যখন তারা এসে থামলেন তখন বিপর্যস্ত জ্যাক পিরের কাছে ম্যাডাম লাফর্জ ক্ষমা চাইলেন এবং তাকে ডৃংকস অথবা চা-কফি খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন।

নিষ্পাপ পিরেকে তিনি বললেন, এর আগের পার্কিং ফাইনগুলো না দিয়ে তিনি যে পাপ করেছেন তা কিভাবে স্খলন করা যায় সেই বিষয়ে তিনি তার সঙ্গে আলোচনা করতে চান।



ম্যাডাম লাফর্জের জাদুকরি হাসিতে পিরে শুধু নিজেকেই ভুলে গেলেন না, তিনি ভুলে গেলেন পুলিশের চাকরিতে একটা বড় নিয়ম হলো ডিউটিতে থাকাকালে কোনো মতেই মদ্যপান করা চলবে না। ম্যাডামের পিছু পিছু জ্যাক পিরে তার বাড়িতে ঢুকলেন।

অবশ্যই ম্যাডাম লাফর্জ অতি চমৎকারভাবে পিরেকে সঙ্গ দিলেন। পিরে প্রথমে উষ্ণ এবং পরে তপ্ত হয়ে উঠলেন। তিনি এতোই উত্তপ্ত হয়ে উঠলেন যে, মশিয়ে ফিলিপ লাফর্জ অফিস থেকে বাড়ি ফিরে এসে বেডরুমে অর্ধনগ্ন অবস্থায় দেখলেন তার স্ত্রীকে।

বলা বাহুল্য, পিরেকে দেখে মশিয়ে লাফর্জ কোনো মতেই আনন্দিত হতে পারলেন না। ফিলিপের পদধ্বনি শুনে পিরে আত্মগোপন করেছিলেন একটি ওয়ারড্রোবের (বড় আলমারি) মধ্যে। হ্যাচকা টানে ওয়ারড্রোবের পাল্লা খুলতেই মশিয়ে লাফর্জ দেখলেন নগ্ন পিরে দুহাত জোড় করে তার মূল্যবান অঙ্গটি ঢেকে আছেন। বগলে তার পুলিশের ইউনিফর্ম!

সেই মুহূর্তে পিরে পুলিশের সব স্ট্যান্ডার্ড নিয়ম-কানুন উপেক্ষা করে তার কাপড়-চোপড় হাতে দরজার দিকে দৌড় দিলেন। পেছনে ছুটলেন ক্রুদ্ধ স্বামী।

রাস্তায় এসে মশিয়ে লাফর্জকে নিরস্ত করার জন্য পিরে তার রিভলভার বের করে আকাশের দিকে গুলি ছুড়লেন। মশিয়ে লাফর্জ থমকে দাড়ালেন। পিরে সেই ফাকে তার ওয়াই-ফ্রন্ট আন্ডারওয়ারটি পরে নিয়ে পালিয়ে বাচলেন।

অন্তত সেই মুহূর্তে পিরে সেটাই ভেবেছিলেন। কিন্তু হায় মশিয়ে লাফর্জের হাত থেকে বাচলেও আইনের লম্বা হাত থেকে পিরে বাচলেন না।



আদালতের বিচারে তার জরিমানা হলো ৫০ পাউন্ড, প্রায় ৩,৫০০ টাকা। নগ্ন অবস্থায় দৌড়ে জনসমক্ষে অশ্লীল আচরণ এবং আগ্নেয়াস্ত্রটি অন্যায়ভাবে ব্যবহারের দোষে পিরে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বিচারপতি তার রায়ে বলেন, এর কারণ হলো পুলিশ অফিসার জ্যাক পিরে ওপরওয়ালাদের তুষ্ট করার উৎসাহের আতিশয্যে তাড়িত হয়েছিলেন। পরিণামে তিনি বিতাড়িত হলেন পুলিশের চাকরি থেকে।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.