আমাদের কথা খুঁজে নিন

   

‘ম্যাডামের সিঁড়ি দিয়ে উঠবেন না’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে পশ্চিমমুখী ওই মঞ্চে ওঠার জন্য উত্তর ও দক্ষিণ পাশে দুটি সিঁড়ি রাখা হয়েছে। এর মধ্যে উত্তরেরটি দিয়েই উঠবেন খালেদা।
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মঞ্চ তৈরির পর বেলা ২টার দিকে নেতাকর্মীদের নামিয়ে দিয়ে মঞ্চ পরিষ্কার করা হয়। এরপর খালেদা জিয়ার জন্য নির্ধারিত সিঁড়িটি বন্ধ করে দেয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতারা ওই সিঁড়ি দিয়ে উঠতে চাইলেও সেখানে থাকা দলীয় নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন।


অনুষ্ঠানের পরিচালক আব্দুস সালাম বলেন, “ম্যাডামের সিঁড়ি দিয়ে কেউ উঠবেন না। স্থায়ী কমিটির সদস্যরাও না। ”
সবাইকে অন্য সিঁড়িটি ব্যবহার করতে অনুরোধ করেন তিনি।
বৃষ্টি আর নেতাকর্মীদের চলাফেরার কারণে দক্ষিণের ওই সিঁড়ির সামনে কাদা জমে গেছে। অন্যদিকে উত্তর পাশে খালেদার জন্য নির্ধারিত সিঁড়ির সামনে বিছিয়ে দেয়া হয়েছে ইট।


এই সমাবেশ থেকে তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে ১৮ দলীয় জোট নেত্রীর।   

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.