আমাদের কথা খুঁজে নিন

   

মিছিলে নোতুন মুখ- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

কবিতাটি অমর কবি রুদ্রের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এখানে তিনি নতুন প্রজন্মকে সম্বোধন করেছেন। আমার মনে হয়, আজকের দিনে এই কবিতাটিই আমাদের সব প্রেরণার উৎস হতে পারে। একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি কবিতাটি প্রথম পড়ি যখন আমি অনার্সের ছাত্র।

রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ-র কবিতার বইয়ে। তারপর একদিন টিভিতে আসাদুজ্জামান নূরকে আবৃত্তি করতে শুনি কবিতাটি। সেদিন আমার শরীরের প্রতিটি রোম দাঁড়িয়ে গিয়েছিল। আজো যখন কবিতাটি পড়ি, তাঁর কন্ঠস্বর বারবার আমার কানে বাজে। আমাদের টগবগে রক্তধারার মাঝে যুগযুগ ধরে বেঁচে থাকুন রুদ্র।

আর দীর্ঘজীবি হোন আসাদুজ্জামান নূরের মত আবৃত্তিকাররা। মিছিলে নোতুন মুখ - রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তুমি নিজেই এসেছ নেমে উন্মাতাল রাজপথে আজ। দৃপ্ত সাহসী ভঙ্গি, চিবুকের সজীব ঔদ্ধত্য! চাবুকের টান টান তীক্ষ্নতার মত তোমার তারুণ্য, তুড়ি মেরে উড়িয়ে দেয়া ভবিষ্যৎ নতজানু তোমার সামনে, তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে ইতিহাস বড় স্বপ্নগ্রস্ত, বড় আশাবাদী চোখে। তুমি নিজেই এসেছ নেমে, তোমাকে ডাকতে হয়নি সরবে, লিফলেটে, বিটিভি, বেতারে। বাতাসে নিঃশ্বাস নিয়ে তুমি টের পেয়ে গেছো খাবার টেবিলে বসে তুমি টের পেয়ে গেছো নিজেরই কন্ঠস্বর শুনে তুমি টের পেয়ে গেছো মায়ের মুখের দিকে চেয়ে তুমি টের পেয়ে গেছো অগ্রজের পাংশু কপালের দিকে চেয়ে তুমি টের পেয়ে গেছো আজ নিজেই এসেছো তুমি নেমে- যেন শুক্লপক্ষ জোয়ারের নোতুন জলের স্রোত, ঝলমলে টাটকা ঘেরাণ উঠে আসা জনপদ বেয়ে।

যেন বৈশাখের বক্ষ চিরে ছুটে আসা টালমাটাল হাওয়া, নিয়ে যাবে সমূলে উড়িয়ে ভাঙা জরাজীর্ণ অচল বিশ্বাস। যেন তা আগুন, পুড়িয়ে করবে খাঁটি বস্তুজাগতিক মন। তোমাদের পাঠ্যক্রমে ছিলনা মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের হয়নি শুনতে দেয়া দশ লক্ষ মানুষের সমবেত কন্ঠধ্বনি, তোমাদের হয়নি দেখতে দেয়া বাঙালীর শ্রেষ্ঠ মানুষটিকেই। কেবলি কুচক্রে আর মিথ্যাচারে, কেবলি প্রতারণায় ঢেকে আছে সুদীর্ঘ সময়, ভুল নায়কের মিথ্যে উজ্জ্বলতা, উৎকীর্ণ ফলক-স্মৃতি ভুল ইতিহাস লেপন করেছে কালি জাতির ললাটে। তোমাকে জানতে দেয়া হয়নি তোমার পূর্বপুরুষের সুপ্রাচীন সভ্যতার কথা, কৃষিকর্মে সুনিপুণ, শিল্পে সমাহিত আর সাগর বাণিজ্যে ডিঙা সপ্তমধুকর, এ-সব তোমার ছিলো- কখনো জানতে দেয়া হয়নি তোমাকে- তবু তুমি নিজেই এসেছো নেমে আজ মিছিলে সবার আগে, কাঁধে তুলে নিয়েছো বন্ধুর লাশ, অচেনা সাথীর দেহ।

প্লাবনের মত ফিরে দাঁড়িয়েছো বুলেটের বিরুদ্ধে সবাই- তোমাদের চোখ জুড়ে স্বাধীনতা শুধু এক স্বপ্ন হয়ে আছে, তোমাদের স্বপ্ন জুড়ে স্বাধীনতা আজো এক শব্দ হয়ে আছে। এমনকি তোমাদের দৈনন্দিন গৃহস্থালিতেও প্রতিদিন। স্বাধীনতা নিগৃহীত বুড়ো বোকাদের বাজে তর্জনি হেলনে। স্বাধীনতা মানুষের আজো এক অনলব্ধ অগাধ আকাঙ্ক্ষা- স্বাধীন মাটিতে জন্ম তোমার তরুণ, শোণিতে এনেছ বয়ে দুই হাজার বছর, তারো আগে নির্বেদ সময়, তোমার উত্থিত হাতে অনার্যের অন্তহীন লড়াইয়ের স্মৃতি। তোমাকে জিততে হবে- মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে-


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।