CCNA, BUET
মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ২৮ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে। চলবে তিন দিন। প্রথম পর্বের আখেরি মোনাজাতে প্রায় ২০ লাখ লোক শরিক হয়েছেন বলে আয়োজক পক্ষ জানিয়েছে। গতকাল ভোর থেকে জনসমাগমের কারণে বনানী থেকে টঙ্গী এবং টঙ্গী বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
আখেরি মোনাজাতে যোগ দিতে ভোর থেকে লাখো মুসলি্ল টঙ্গীর দিকে রওনা হন। ট্রেন, বাস ও নৌকায় যাত্রা করেন তারা। টঙ্গীমুখী যানবাহনে তিলধারণের ঠাঁই ছিল না। গত শুক্রবার তিন দিনের ইজতেমা শুরুর পর থেকে টঙ্গীর তুরাগপাড়ে ইজতেমা ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেকে নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন, খবরের কাগজ ও কাপড়ের শামিয়ানা টানিয়ে অবস্থান নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।