আখেরি মোনাজাতে অংশ নিতে আজ রবিবার ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠ অভিমুখে শুরু হয়েছে মানুষের ঢল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের এই বিশ্ব সম্মিলনের প্রথম পর্ব।
সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠের আশেপাশের রাস্তা ও অলি-গলিতে অবস্থান নিয়েছেন।
কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েছেন অনেকে। সড়কের পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ এবং রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপরও অবস্থান নিয়েছেন মুসল্লিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।