আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার বেলা ১১টায় শেষ হবে মুসলিম জাহানের ৪৯তম মহাসমাবেশ। লাখো মুসল্লির ইবাদত বন্দেগিতে পূণ্যভূমিতে পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দান। আশপাশের এলাকায় বিরাজ করছে এক ধর্মীয় ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশ।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জোবায়েরুল হাসান। প্রথম পর্বের মোনাজাতও তিনি পরিচালনা করেন।
প্রসঙ্গত, ২৪-২৬ জানুযারি বিশ্ব ইজতেমার ১ম পর্ব অনুষ্ঠিত হয়। চারদিন বিরতির পর ৩১ জানুয়ারি থেকে ২য় পর্ব শুরু হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।