আমাদের কথা খুঁজে নিন

   

আসছে দুই সূর্যের দিন!



আকাশের দিকে তাকিয়ে আপনি বাকরুদ্ধ হয়ে গেলেন। অলৌকিক বিশ্বাসে আস্থা না থাকলে যা দেখলেন তা স্বপ্ন বলে মনে হতে পারে। বাড়াবাড়ি রকমের স্বপ্ন। কেননা, আপনি রাতের বেলায়ই আকাশজুড়ে সূর্য দেখছেন! কিংবা দিনের বেলায়ই দেখছেন একটা নয়, দু-দুটো সূর্য! রূপকথা কিংবা কল্পবিজ্ঞানের ভিন কোনো গ্রহের কথা ভাবছেন? আপনার সব ভাবনাকে এবার সত্যিকার পার্থিব বস্তু করে তুলবে এসব ঘটনা। আমাদের পৃথিবী থেকেই এ বছর যেকোনো সময় এমন দৃশ্য সৃষ্টি হতে যাচ্ছে।

মাত্র ৬৪০ আলোকবর্ষ দূরে কালপুরুষ নক্ষত্রপুঞ্জের দ্বিতীয় উজ্জ্বল নক্ষত্র 'বিটলজেস' আমাদের এই হতভম্ব করা দৃশ্য উপহার দেবে। মহাবিশ্বের অসম্ভব ব্যাপ্তির হিসাব-নিকাশে ৬৪০ আলোকবর্ষ খুব বেশি দূরত্ব নয়। বলা যায়, আমাদের ঘরের পাশেই। এমন একটি রকেট, যার গতি সেকেন্ডে দেড় লাখ কিলোমিটার, তাতে করে পাড়ি জমালে এই নক্ষত্রের কাছে পেঁৗছুতে প্রায় ১২৮০ বছর পার হয়ে যাবে। এই 'বিটলজেস' নক্ষত্র এখন মৃত্যুর প্রহর গুনছে।

আর তাতে করেই এই অতি-দানব লাল নক্ষত্র সমস্ত জ্বালানি নিঃশেষ করে ভেঙে পড়তে যাচ্ছে নিজের ভেতরে। ভেঙে পড়ার সে বিস্ফোরণের আলো প্রবলভাবে উজ্জ্বল করে তুলবে নক্ষত্রটিকে। তবে তা খুবই ক্ষণস্থায়ী। আমাদের হিসাবে কয়েক মাস এর স্থায়িত্ব হলেও মহাকালের হিসাবে তা খুবই নগণ্য। ঘটতে যাচ্ছে মহাজাগতিক অতি বিরল সুপারনোভা।

নক্ষত্রের সুপারনোভায় পরিণত হওয়ার ঘটনা খুব বিরল নয়, তবে তা আমাদের এত কাছের কোনো নক্ষত্রের ক্ষেত্রে এটা অতি বিরল বটে। সুপারনোভা_যা বাংলা করলে অর্থ দাঁড়ায় 'অতি নবতারা', আসলে তা 'অতি অন্তিম তারা', সূর্যের চেয়ে বৃহৎ কোনো নক্ষত্রের চূড়ান্ত পরিণতি। কালপুরুষের যে দ্বিতীয় উজ্জ্বল নক্ষত্রটি (সব নক্ষত্রের ঔজ্জ্বল্যের তুলনায় নবম) এখন আকাশের দ্বিতীয় সূর্য হতে যাচ্ছে, এটিই কয়েক মাস পর মনে হতে পারে বিরান শ্মশান। অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ব্রাড কার্টার বলেন, 'এ আসন্ন ঘটনা নিয়ে এখন শুধু একটি বিতর্কই বাকি_ঠিক কখন ঘটবে ঘটনাটি। ' বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে পৃথিবীর ভয়ের কিছুই নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.