আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ সমাচার (বিবাহের আগে ও পড়ে)

মেহরিন সাদিয়া সুমি

আমি ব্লগ লেখা মানেই শত শত মাইনাস এর ছড়াছড়ি। ভাল কিছু লিখি কিনবা কপি পেষ্ট, মাইনাস দিতে কেউ এতটুকু কার্পন্য করে না। এইজন্য সামু মামাকে ধন্যবাদ জানাই কারন আমাদের মত অসহায় ব্লগাররা অন্তত এমন আকস্নাৎ আক্রমনের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু দুঃখ হচ্ছে বিশিষ্ট মাইনাস দাতা চিকন মিয়ার জন্য যে বিখ্যাত হয়েছে শুধু মাইনাস দেয়ার জন্য। এখন আসল গল্পে আসি , নিচের কথপকথনটা একটু পড়ে দেখেন...... বিয়ের আগে.. (বিয়েতে রাজি হবার পর) ছেলেঃ অবশেষে তুমি রাজি হলে! সত্যিই আমি আর সইতে পারছিলাম না। মেয়েঃ তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ছেলেঃ অবশ্যই না, এ নিয়ে কখনও ভেবনা তুমি মেয়েঃ তুমি কি আমাকে ভালবাস? ছেলেঃ অবশ্যই, সারা জীবন মেয়েঃ আমাকে কখনও ধোকা দেবে? ছেলেঃ নাহ! এ ধরনের কথা তোমার মাথায় আসছে কিভাবে? মেয়েঃ তুমি কি আমার চুল নিয়ে খেলা করবে? ছেলেঃ নিশ্চই, যতবার সুযোগ পাব? মেয়েঃ আমাকে কখনও আঘাত করবে? ছেলেঃ তুমি কি পাগল? আমি মোটেও সে ধরনের মানুষ নই মেয়েঃ আমি তোমাকে বিশ্বাস করতে পারি? ছেলেঃ হ্যা!! মেয়েঃ প্রিয়তম.. (আর বিয়ের পরের সংলাপ?? লেখাটা উল্টাভাবে অর্থাত নীচ থেকে উপরের দিকে পড়ে যান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।