এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com
সকাল থেকেই মাসুম ভাইয়ের মন খারাপ... ক্ষনে ক্ষনে দীর্ঘশ্বাস ... এই দিনটা না থাকলে দুনিয়াটা কতো রঙিন হতে পারতে... অথচ কি হলো? ২৪ তারিখেই গলায় একটা দড়ি ঝুলাতে হলো ... যত্তোসব। আজকে সকালেও আরেক প্রস্থ ঝগড়া... উফফ।
সকালেই ফোনে কথা বলতে ছিলাম মাসুম ভাইয়ের সাথে ..
মাসুম ভাই: শোনেন টুটুল... স্ত্রীর কাছে পরাজয়টা স্পের্টিংলি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের বিবাহিত জীবন খুব সুখের। আপনার ভাবী মাঝে-মধ্যে আমার দিকে খাবার প্লেট কিংবা গ্লাস ছুড়ে মারে- আমার গায়ে লাগলে তিনি খুশি, না লাগলে আমি খুশি।
বিয়াতো বস আমরাও কারছি? কৈ আমাগো তো এরম হয় না ... আশ্চর্য!!!
জিজ্ঞেস করলাম... বস ... গত রাতে যে ভাবীর সাথে ঝগড়া করেছিলেন তার মিটমাট করলেন ক্যাম্নে?
মাসুম ভাই: কিভাবে আর হবে, মাসুম ভাই হেসে জবাব দিলেন... শেষমেশ আপনার ভাবীকে আমার কাছে হামাগুড়ি দিয়েই আসতে হলো...
আমি কিছুই বুঝতে পারছিলাম না... এত ঝগড়া কৈরা কিনা ভাবী হামাগুড়ি দিয়া আসলো? ঘটনা কি মাসুম ভাই? ক্যাম্নে কি? খুইলা কইবেন?
মাসুম ভাই: আরে শোনেন আগে... আপনার ভাবী আমাদের খাটের কাছে এসে হামাগুড়ি দিয়ে বললেন - খাটের নিচ থেকে বেরিয়ে এসো মুখপোড়া। একগাল হেসে নিয়ে মাসুম ভাই জবাব দিলেন।
আর শোনেন, যে বিবাহিত দম্পতি দাবি করেন যে তাদের বিবাহিত জীবনে কোনও তর্কাতর্কি বা ঝগড়াঝাটি হয়নি, হয় তাদের স্মৃতিশক্তি দুর্বল না হয় তারা খুব একঘেয়ে জীবনযাপন করছেন। বুঝছেন? .... আমার তো মাথা আউলাইতেছে ... কিছুই বুঝতেছিনা ... ইনসোমিয়ায় ধর্লো নাকি?
মাসুম ভাই: আপনারে একটা গল্প শুনাই.... এক অশীতিপর বৃদ্ধ যিনি তার দীর্ঘজীবন লাভের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, “আমার বিয়ে হয়েছিল ২৫ বছর বয়সে এবং বাসর রাতেই বউয়ের সঙ্গে আমার বোঝাপড়া হয়েছিল এই মর্মে- তর্কাতর্কি তো লাগবেই, যিনি হারবেন তিনি বাড়ির বাইরের মাঠে মুক্ত বাতাস খেতে বেরিয়ে যাবেন। আমার মনে হয়, আমি যে বিগত বছরগুলোতে বাইরে বেরিয়ে মুক্ত বাতাস সেবন করেছি সে জন্য আমার আয়ু বেড়ে গেছে।
“
আর অন্যদিকে? ভাবীতো মহা খুশি ... আজ থেকে সে স্বাধীনতা লাভ করেছে... ভাবীর সাথে কথা বলতেই শোনালো অন্য কাহিনি...
আমি :: ভাবী বিবাহ বার্ষকির শুভেচ্ছা... জীবনের অনেকটা সময় একত্রে পার করলেন... বাকিটাও পার করার দোয়া এবং শুভ কামনা।
ভাবী:: ধন্যবাদ টুটুল ভাই... আপনারা আছেন ক্যামন?
আমি:: আমরা ভাল আছি...
ভাবী:: ভালো বলেছেন। আমিও আমার জামাইরে কৈয়া দিছি .. কেউ যদি ক্যামন আছো/আছেন জিজ্ঞাসা করে তাহলে যেন অবশ্যই আপনার মতো করে বলে “আমরা ভাল আছি”। আরে ... বউর বকা খাইয়া মুখ গোমড়া কইরা রাখারতো কোন মানে নাই... তাইনা? আচ্ছা বলেন বকা দিবইনা ক্যান? ওইদিন আপনার মাসুম ভাইরে লৈয়া ডাক্তারের কাছে গেছি... এই ডাক্তারের কাছে গেলেই রিসিপশনের মেয়টারে সাথে নিয়া ঢুকতে হয় ...
আমি:: ক্যান ডাক্তার বেটায় কি বদ নাকি? তাহলে এই ডাক্তার ছাড়ান দেন ভাবী... দুনিয়াতে ম্যালা ডাক্তার আছে।
ভাবী:: আরে ধুর .. ঘটনাতো এইটা না... ডাক্তার ঠিকি আছে... কিন্তু এরম সুন্দরী রিসিপশনিস্টের সামনে তারে বসাইয়া রাখার কোন ভরসা পাওয়া যায় না আসলে।
আজ সেই দিন... যেদিন আম্রার মাসুমভাই তার স্বাধীনতা হারায় ... আর আমাদের ভাবী স্বাধীনতা পায়... শুধু কি তাই? বড় বড় বিষয় গুলো দেখার জন্য ভাবী একজন বড় মনের মানুষও পায় ।
আজ তাদের দুই জনেরি বিবাহ হয়েছিল। অনেক সুখি এই দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা।
সুখে কাটুক জীবনের বাকিটা সময়...
বি:দ্র: পোস্ট টা কালকের জন্য তৈরী করা হয়েছিল... মাসুম ভাই সিক থাকায় দেয়া হয়নি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।