পিকনিক পিকনিক পিকনিক
কলেজ থেকে পিকনিকে গেলাম। ভাবছিলাম ভীষণ মজা করব। কিন্তু হায়রে অদৃষ্টের পরিহাস, এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ এবং dengerous পিকনিক। প্রথমে এক্সিডেন্ট দিয়া শুরু। বাসের নিচে মটরসাইকেল পড়ে গুড়া গুড়া হয়ে গেল।
কিছুদূর গিয়া টায়ার পাংচার। তারপর লঞ্চে করে সুন্দরবনের করমজল গেলাম। ওখানে আমাদের এক ফ্রেন্ডের মোবাইল ছিনতাই হয়ে গেল। তারপর লঞ্চে ফেরার সময় মাঝ নদীতে তেল ফুরায়া গেল। আমাদের অন্য লঞ্চে ফেরা লাগছে।
তাও না হয় সহ্য করা যেত। খাবার পর এলাকার লোকেরা এসে গোলমাল শুরু করল। আমাদের স্যার দের ধইরা পিটাইতে চায়............অত্ত সহজ। আমরা ৮০ জন দামাল ছেলে আর ওরা ১৫-২০ জন ফুটা মাস্তান। ধরে সোজা ভেঙ্গে দিলাম।
একজনের চোখ নস্ট করছি, একজনের কান ফাটাইছি, এক লোকের আয়ুষ্কাল ১০ বছর কমাইসি। আরও কয়জনকে কঁচা (a kind of stick) দিয়া পিটাইছি। তবে যাই হোক। পিকনিক হইছে স্মরণীয়। জীবনে ভুলবো না।
কাউকে অন্তত গর্ব করে বলতে পারব যে - হ্যাঁ। পিকনিক একটা করছিলাম কলেজ লাইফে...............পুরা মংলা ফাটায় দিয়া আসছি । জয় ক্যান্টনমেন্ট কলেজের কমার্সের ছাত্রদের জয়........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।