আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পিকনিকের অনুষ্ঠানসূচী



দিনের আয়োজন : - ০১. টিকেট নিয়ে গাড়িতে যান। টি শার্ট করে পরিধান। ০২. গাড়ি ছাড়বে কোন কারন ছাড়াই সকাল ৬.৩০ টায়। ০৩. ৬.৩০ টায় গাড়ি না ছাড়লে আয়োজকদের গালিগালাজ ৬.২৫। ০৪. যিনি দেরী করে এসেছেন তাকে নিয়ে হাসি ঠাট্টা, বকাবকি, হেলপারের গলাধাক্কা গাড়ি ছাড়ার পর থেকে ২০ মিনিট।

০৫. কে কতটুকু সেজেছেন তা নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা অনির্দিষ্ট। ০৬. স্পেশাল আয়োজন কালাচাঁদের ভেলকিবাজি। ০৭. মোরে দুগ্গা খাইতে দে ৮.০০ টায়। ০৮. সারেগামা পা, যে যা পার গা। ০৯. পিকনিক স্পট কুয়াকাটায় ঐতিহাসিক পদার্পন।

সময়: উপরওয়ালা জানে। ১০. আনন্দবাড়ি মোটেলে গিয়ে ২০ মিনিট জিরান্তি। ১১. খেলা+ধুলা: হাড়িভাড়া, দড়ি টানাটানি (পুরুষ), চুলটানাটানি? (মহিলা), ব্যঙের দৌড়, দাড়িবান্দা, মোরগযুদ্ধ, একটি গোপন আয়োজন (শুরুর আগে কাউকে বলা যাবে না), স্পেশাল আয়োজন 'রেসলিং'। ১২. দুপুরের খাবার। ১৩. মেলা আইটেমের আয়োজন ও প্রাইজ হস্তান্তর।

১৪. যে যার বাড়ি ফোটেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.