চলছে শীত। সামনে আসছে পিকনিক করার অফুরন্ত সময়।
গত ১৪ ফেব্রুয়ারী ০৯ বিশ্ব ভালাবাসা দিবসে কলেজ থেকে মৌচাক গিয়েছিলাম বনভোজনে। পিকনিকে আমার পরিচালনায় দুইটি মজার পর্ব "ছেলের হাতের মোয়া" এবং "মামা বাড়ীর আবদার" এর প্রথমটি এখানে তুলে ধরলাম। আশা করি এ পর্বটি যে কোন পিকনিকে করলে সবাই খুব আনন্দ পাবেন।
আমার হাতে একটি সবুজ কাগজে মোড়ানো বক্স। বক্সটি প্রথমে একজনের হাতে দেব । একটি গানের সুরে সুরে বক্সটি সবার হাতে হাতে ঘুরতে থাকবে এবং যার হাতে গান শেষ হবে তিনি বক্সটি খুলবেন এবং ব্ক্সটিতে নিচের ক্যাপশন গুলোর মত যা লেখা থাকবে তার দৃষ্টিতে যাকে মনে হবে তার হাতেই বাক্সটি তুলে দেবেন। এভাবেই বক্সটি এই হাত ঐ হাত করে ঘুরতে থাকবে এবং সবাই মজা পেতে থাকবেন এবং আগ্রহ বাড়তে থাকবে।
পর্বটিতে অংশগ্রহণকারী সকলেই বেশ উপভোগ করেছেন।
এবং আশেপাশের লোকজনরাও দেখলাম বেশ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্বগুলো দেখছিল।
(১)
আজকে যাহার মন ভাল নেই- মুখ রয়েছে ভার
তাহার হাতেই তুলে দিন এই ছোট্ট উপহার।
(২)
কে বলেছে মন ভাল নেই? এইতো আমি খুশি,
সবকিছুতেই বাড়াবাড়ি করেন একটু বেশি।
আজ মাথা থেকে পা অবধি চলবে গবেষণা
বড়-ছোট, নারী-পুরুষ কেউ আর বাদ রবে না।
মাথার যাহার আছে রে ভাই ভীষন রকম ফাঁকা,
বাক্সখানা তাকেই দিলাম যায় যদি তা ঢাকা।
(৩)
যাহার চুলের বাহার দেখে মনে লাগে কষ্ট,
তাহার মাথায় বাক্স ভেঙে সব করিব নষ্ট।
(৪)
নাকের গড়ন যেন তাহার বাঁকা বাঁশের বাঁশি,
আমি তবে বাক্সখানা তাকেই দিয়ে আসি।
(৫)
নাকের নিচে গোঁফখানা তার মানিয়েছে বেশ,
তাহার নিচে সদাই থাকে মিষ্টি হাসির রেশ।
(৬) ঠোঁট জোড়া তার যেন রে ভাই কমলা লেবুর কোয়া,
তাহা দেখেই বাক্সখানা গেল আমার খোয়া।
(৭)
ছিপ ছিপে তার দেহের গড়ন লম্বা পায়ে হাঁটে
তাল গাছেরই সাথে তাহার তুলনা যে খাটে।
(৮)
ছোট খাট দেহ খানা, নয় তো সে যে খোকা
ছাত্র নাকি শিক্ষক? তাই মনে লাগে ধোঁকা।
(৯)
শরীর থেকে ভুঁড়ি তাহার থাকে সদাই ঝুলে,
ভয় লাগে তাই কখন আবার যায় গো তাহা খুলে।
(১০)
যে রমণীর রূপের বাহার ছড়িয়েছে আলো
তাহার হাতেই বাক্সখানা মানাবে বেশ ভাল।
(১১)
আজকে যিনি বসে আছেন সুপুরুষের সাজে
তাকে দেখে তরুণী মনে বসন্ত সুর বাজে।
(১২)
খুব জমেছে আর হবে না থামাই এবার গাড়ি,
সময় মত আজকে সবার ফিরতে হবে বাড়ি।
যার হাসিতে মুক্ত ঝরে, জাগায় মনে আশা
তাহার হাতেই তুলে দিচ্ছি সবার ভালবাসা।
(১৩)
সবার ভালবাসা পেয়ে হলাম আমি ধন্য
যা পেয়েছি সব বিলাব আজকে সবার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।