যশোরে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত শিশু নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ রাতে চৌগাছার ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা সবাই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাস নিয়ে মেহেরপুরের মুজিবনগরে শিক্ষা সফরে যায়। সারাদিন কাটিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে চৌগাছার ঝাউতলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থালেই সাত শিশু শিক্ষার্থীর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।