জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত খুনি বটতলায় শুক্রবার রাতে পিকনিকের পিকআপ উল্টে খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের নাম জামাল শেখ (৪৫)। তিনি সরিষাবাড়ি পৌরসভার তারিয়াপাড়া গ্রামের মৃত লিচু শেখের পুত্র।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর জানান, সরিষাবাড়ি আলহাজ জুটমিলের শ্রমিকরা শেরপুরের মধুটিলা পিকনিক স্পট থেকে ফেরার সময় শুক্রবার রাত ৮টায় জামালপুর সদর উপজেলার খুনি বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
এই ঘটনায় আহত জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- সরিষাবাড়ির বাউসী বাঙালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম শেখ (৩৬), আলহাজ্ব জুটমিলের শ্রমিক আশরাফ হোসেন (২০), রিপন মিয়া (২৪), বাবু (২৫), জোৎস্না মিয়া (২৫), রফিকুল ইসলাম (১৮), আলাল উদ্দীন (৫০), রাঙা (২০) ও ছানোয়ার (৪০)। এদের মধ্যে আলাল উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।