চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর পেট্রলপাম্প এলাকায় আজ পিকনিকের একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। বাসটি ঢাকা থেকে ছেড়ে থেকে কক্সবাজার যাচ্ছিল।
আহতদের সবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যাদের নাম জানা গেছে তারা হলেন মনির হোসেন (৪০), আয়েশা বেগম (২৮), মো. ইউনুস খান (৭০), আবুল হোসেন (৬০), বাচ্চু মিয়া (৭০), আল আমীন (৩০), সুস্মিতা (৮) ও হূদয় আহমেদ (২৬)। আহত একজন যাত্রী হূদয় আহমেদ প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের রামগঞ্জ থানার তারাবো এলাকার ৬০ জন বাসিন্দা গতকাল রাত ১০টার দিকে ঢাকা থেকে ওই বাসটিতে চড়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে বাসটি চন্দনাইশের হাশিমপুর এলাকায় পৌঁছে একটি রিকশাকে পাশ কাটাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রমিজ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে। খাদের বাসটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালসহ আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।