আমাদের কথা খুঁজে নিন

   

সাধনা



জটিল কাজে জঘন্য ভাব, সরলতায় মিথ্যাচার। পুন্য কাজে পাপের হাছিল, সত্য শেখায় অত্যাচার। মধ্যপন্থী ভুক্তভোগী, ভাগ্য দোষে অবিরাম। জলকে পানি স্থলকে ডাঙ্গা, এটুক বলেই ধরাধাম। পাপিষ্ট আজ পথ খুঁজছে, বসন্ত যার অস্তাচল।

দ্বাদশ গেল সুপ্ত ধাচে, অবাক শুনে গুপ্ত ছল। সবাক যখন সরল ভাবুক, নিত্য শুনে প্রবঞ্চন। স্বপ্ন ধারক দু:খে হাসে, কাঙ্গালীনির অনশন। রক্ত গেল পাপের তলে, অশ্রু পেল গঙ্গাজল। দুর্বিষহ যন্ত্রনা আজ, খাচ্ছে কুঁড়ে দ্বাদশ ফল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।