.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা
রিলেটেড পোস্ট
আমার অস্তিত্ব
প্রফেসর ম্যাক দ্যা ম্যান বিহাইন্ড দ্যা মেশিন
সঙ্গীত জিনিসটার প্রতি আমি কোন আকর্ষন বোধ করিনা। আমার নিউরণ গুলো অনুরনিত হয়না কোন সুর মূর্ছনায়। ঈদ উতসবে আমার নিত্যদিনের কাজগুলো থেমে থাকেনি।
ছোটবেলা বা আজও ঈদের নতুন চাঁদের দৃশ্য আমাকে কোনভাবে নাড়া দেয়না। ঈদের জেদ করে নতুন পোষাক না নিয়ে একটা প্রথা বিরুদ্ধ কিছু করার আনন্দ হয়।
আমার বাবাকে দেখেছি নিরলসভাবে কাজ করতে। পড়াশোনার বাইরে খেলাধূলা, যে কোন রকমের বিনোদেনর ঘোর বিরোধী।
ঈদের নামায পড়ে এসেই শুরু করেন বইয়ের পান্ডুলিপি তৈরির কাজ। উচ্চ রক্ত চাপের রোগী আমার বাবা প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে প্রচন্ড গরমের মাঝেও কাজের বিরতি দেন না। আমি মুগ্ধ গর্বিত এক কাজ পাগল বাবা পেয়ে।
যন্ত্র হবার পূর্ব শর্ত হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। টার্মিনেটরের মত রাস্তা দিয়ে হেটে যাওয়া, যত সুন্দরী ললনা হেটে যাক মাথা বা চোখ স্থান চ্যুত হবেনা। এর জন্য প্রয়োজন সুকঠোর রুচিবোধ, বয়ঃপ্রাপ্তি হতেই অবৈধ নারী সংসর্গ হতে দূরে থাকা, শত হাত দূরে, এমনকি বোনের কথা বলে কাজিনের সাথে সখ্যতা করা যাবে না...এটা অনৈতিক বাড়াবাড়ি আর দুর্ঘটনা জন্ম দিচ্ছে অহরহই। এমন কি গোপনেও হস্তমৈথুন করার প্রয়োজন হবেনা। এর বিপরীতে মানুষ হারায় বেচে থাকার কিছু শুদ্ধতম অনুভূতি ও রুচিবোধ, যারা নিজের মেয়ের বয়সী তরুণীর দিকে কুতসিত দৃষ্টিতে চেয়ে থাকে।
এ রুচিবোধ একবার হারালে ফিরে আসাটা প্রায় অসম্ভব।
এর সাথে ইসলাম ধর্মের সুকঠোর অনুশাসন , বিশ্বাস গেথে ফেললে কাজটা সহজ হবে। যদিও ইসলাম সন্ন্যাসবাদ পছন্দ করেনা। তবুও আমার বিশ্বাস এ নষ্ট সময়ে নৈতিক ও আত্তিক শুদ্ধতা ধরে রাখার জন্য সমাজে কিছু যন্ত্র মানব আছেন যারা সন্ন্যাসবাদের দিক্ষা নিয়ে দেশ ও সমাজের জন্য ত্যাগ করতে পারেন। নারী-প্রেম ভালোবাসার অন্ধকার স্বার্থপর জগতের হাতছানি থেকে বাচতে গোফ দাড়ি জিনিসটা একটা প্রচন্ড সহায়ক।
খ্রিস্টীয় সন্ন্যাসবাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে ঢালাও ভাবে সবাই প্রিস্ট হতে পারেনা। নষ্ট নগ্ন সভ্যতার মাঝে অকৃতদার শুদ্ধ মানসিকতার প্রিস্ট হতে জন্ম হতে কিছু অন্তর্নিহিত গুণাবলী প্রয়োজন। নচেত যৌন কেলেঙ্কারি জিনিসটা সন্ন্যাস বাদের আড়ালে পশ্বাচারের প্রসার।
যান্ত্রিক মানুষ রাই পারেন সন্ন্যাসী হতে, একাধারে যন্ত্র ও সন্ন্যাসী।
নিজেকে ভুলে, বিয়ে, প্রচন্ড স্বার্থপর সংসার ফেলে বিশাল পৃথিবী আর বহুমাত্রিক কষ্টকে দেখার বিরল অভিজ্ঞতা, একান্ত মানুষের জন্যই কাজ করা, মানুষের মাঝেই বেচে থাকা, মানুষের শ্রদ্ধা পাওয়া, মানুষ হিসেবে বেচে থাকার শতভাগ সার্থকতার অন্বেষ করা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।