সময় যায়, ব্যর্থময় শব্দে, অবহেলায়, বেকার নিরামিষ কোনো পথ খুঁজে পাইনা শাশ্বত সুন্দরতম কোনো পথ সামনেই ভেঙে যায় ঘটিবাটি,পেয়ালা আর চায়ের পিরিচ ভেঙেচুরে ছারখার হয়, জীবনের কঠিন শপথ। কতবার কানধরে উঠে বসে নিজের শিক্ষক হয়েছি নিজে কোনো ভুল পথে যাবোনা কোনদিন, আল্লাহর কসম তবু অহেতুক কতবার আমি মিথ্যের বৃষ্টিতে গেছি ভিজে আমার ইবলিশী রোগের হয়নি কোনো উপশম। পথ চলতেই ভুল করে বসি, অকস্মাৎ বিপদে ধাবিত সুন্দরের সাধনা থেকে হই সাময়িক বরখাস্ত সহসাই হয়ে যাই ইতর ভাষায় অনুদিত আর জীবন আমার হযে যায় বিপর্যয়ে পর্যুদস্ত। আজীবন কানধরে উঠিবসি করি সুন্দরের সাধনা আমার ভিতরের ইবলিসের জন্যই যত পরাজয়, যাতনা। ৯।০১।২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।