আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
শুক্রবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সকাল ৯ টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মোঃ হারুনুর রশীদ জানান, গত ৮/১০ দিন ধরে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তিনি আরো জানান, চলতি মৌসুমে এই প্রথম শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রিতে নেমে আসে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রচন্ড শীতে উপজেলায় অনেকেই সর্দি, কাশি, জ্বর, শিশুদের শ্বাসকষ্ট, পেটের পীড়া, নিউমোনিয়া ও হাপানীসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৫টি ইউনিয়নে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২৬০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার জন্য আরো দুই হাজার পিস কম্বল বরাদ্ধ চেয়ে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।