রানিং এন্ড রানিং...
এই মাত্র আমার এক কোরিয়ান ল্যাব মেট বেশ আনন্দের সাথে উত্তেজনায় সোমালিয়া নাম ধরে কি যেন আলাপ করতেছিল। আমি জিজ্ঞাস করাতে, সে এই খবর টা দিলো। আজ প্রায় ৫ দিন ধরে কোরিয়ান জাহাজটি সোমালিয়া জলদস্যুদের হাতে বন্দী ছিল। দাবী করেছিল, বিশাল এক মুক্তিপণ। এর আগের বার প্রায় ১০ মিলিয়ন মুক্তিপণ দিয়ে এক কোরিয়ান জাহাজ মুক্ত হতে পেরেছিল। তাই এবার কোরিয়ান সরকার কোন প্রকার টাকা পয়সার ধার না ধেরে নিজদের নৌবাহিনী দিয়ে কমান্ডো অপারেশন চালিয়ে প্রাই ২১ জন নাবিক সহ জাহাজ টি অক্ষত ভাবে উদ্ধার করে।
ইউএন আলরেডি ঘোষণা দিয়েছে, ভারত মহাসাগর এর ঐসব সমুদ্র এলাকায় যেকোন দেশের নেভী বাহিনী তাদের জাহাজ উদ্ধার বা নিরাপদে চলাচল সহায়তা করার জন্য অভিযান চালাতে পারবে। তাহলে, আমাদের বাংলাদেশের জাহাজ এখনো কেনো আটক আছে সোমালিয়া জলদস্যুদের হাতে???
আরো ডিটেলস এখানেঃ
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।