আমাদের কথা খুঁজে নিন

   

মিশে একাকার, সে তো তোমারি জন্য।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
খুঁজি তোমাকে স্বপ্ন প্রহর গুনে গুনে সমূদ্রের উত্তাল ঢেই এ, সৈকতের ঝির ঝির বাতাসে। সুর্যাস্তের লালীমা আর জলারাশী নীলে, ------লুকালে কোথায়?!!!!!!!!!!!! ------হারালে কোন দিগন্তে?!!!!!!!!!! ------নাকি চলে গেছ আকাশের সেই অসীম নীলে? ------নাকি ডুব দিয়েছ সমুদ্রতলে ঝিনুকের খোলে? জলারাশী কষ্টের ফেনায়, ............ নেই তুমি! মরা ঝিনুকের খোলে............... নেই তুমি! মাতাল বাতাসে..................নেই তুমি! সাগরের গর্জনে .................নেই তুমি! গাঙচিলের ঠোটে.................নেই তুমি! তুমি শুধু আলো আর আধারের মত, এই আছো এই নেই, আলোর রশ্মি নিভে গেলেই নেমে আসে আলো আর খানিক জোছনা। তোমাকে খুঁজে খুঁজে স্বপ্ন বুনে, তুমি শুধু আকাশের চাঁদের মতন নীল জোছনা। ======নীল আকাশের তারা গুলো, তোমাকে খুঁজে! ======শিশির ভেজা সবুজ ঘাস, তোমাকে খুঁজে! ======গাঙচিল প্রতি মুহূর্তে, তোমাকে খুঁজে! ======বাহারী কাঠকরা গাছের গায়ে, তোমাকে খুঁজে! তোমাকে খুঁজে, আর খুঁজে আলো আধারে মিশে একাকার, সে তো তোমারি জন্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.