চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
অনেকদিন হল দেখা হয়নি তোমার
যদিও কথা হয় ফোনে ,তাতে কি মন ভরে ?
আজ সন্ধায় তোমাকে ভেবে মনটা ভারী হল অনেক,
আমি তখন ছুটে গেলাম ছাদে ।
আকাশটার মেজাজও ভাল মনে হচ্ছিল না আজ
কাল বৈশাখীর চেহারায় সাজছিল কয়েকদিন ধরে।
বাতাস বইছিল এলোমেলো।
ছাদের পাশে আম গাছটার মুকুল ঝরছে ঝির ঝির
গন্ধটা বাতাসে মিশে ভরিয়েছে মাদকতায়।
তোমার ফোন পেলাম-
তুমি জানতে চাইলে আমি কেমন আছি,
এতদিন তোমাকে না দেখে আমি কেমন থাকি বল।
আমি ছাদে আছি জানতে তুমি বললে, ‘আকাশে চাঁদ আছে কিনা’।
বললাম ‘পুরো আকাশ মেঘে ঢেকে আছে’
তুমি বললে, ‘ঠিক তোমার মনের মতো!’
আমি বললাম ‘মনটাও তো একটা আকাশ’
এবার তুমি আমাকে কবিতা শোনাতে থাকলে
আমার মন খারাপ হলে বানিয়ে বানিয়ে তুমি কবিতা বল।
তোমার হাসানোর চেষ্টা বিফল হল না আজও।
আমি যেন স্পর্শ পেলাম তোমার প্রেমের
আর নিমিশেই সব কষ্ট মিশে গেল সেই স্পর্শসুখে।
কথার ফাঁকে তাকালাম ছাদের লাউয়ের মাচায় ,
চাঁদের আলোয় লাউ ফুলগুলো তারার মতো জ্বলছিল।
ছাদটা যেন অন্য একটা আকাশ!
মেঘ কেটে চাঁদটি আকাশ থেকে নেমে এসেছে যেন ছাদে!
তোমাকে বললাম, ‘আজ চাঁদের পূর্নিমা বুঝি?’
তাই মেঘগুলো যেন লজ্জ্বায় পালিয়েছে কোথাও
তুমি বললে , ‘তোমার হাসিতে চাঁদকি লুকাতে পারে মেঘে?’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।