আমাদের কথা খুঁজে নিন

   

পথের ধুলোর মতো মিশে যায় সব।

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

পথের ধুলোর মতো মিশে যায় সব। হূদয়ের আরশিতে যে-সুর বাজে আমার এ-মন খানি বসেনা কাজে অচেনা এ-সুরখানি ব্যথার বালি মরুভূমির বালুর ঝড়ে উড়ায় অলি। অলিতে সে পথ হারায় পবণ এসে জীবনের যত ব্যথা স্মৃতিতে ভাসে কতকাল আর চেয়ে রবো এমনি ধারায় সময় না পেলাম ধরতে সবিযে হারায়। হারার মাঝে সুখ আছে যানিনী কখনো যাহা পাবার আশাছিলো পাইনি এখনো সময় যে কেটে যায় এর এমনি ভাবায় সকল সে হারানো স্মৃতি জেগেছে সভায়।

সভা যে-ভাঙ্গবে একদিন লাজুক ভাবে তিলে তিলে তুলোর মতো মিশিয়ে যাবে যতদিলো সৃষ্টির আলো হারাবে ধারনা সৃষ্টি-স্রষ্টার পূর্ণ-হবে সকল সাধনা। সাঁধনার এই দুনিয়াটা তুলনাতে গড়া ভবের সকল মানুষ ভাবে মনো ভরা কী-বা এই প্রয়োজন ব্যতিক্রমের দ্বারে জীবনের ব্যথাগুলো নিজেকে হারে। হারজিত এর ধরণীটা শুধু মানুষের ভালোমন্দ জ্ঞান দিয়ে সবি জাগিছে আতরের সু-বাতাসে না বিলীন সবাই সবাই-তো নিশাচর কেহইনা অভয়। অভয়ের এই দুনিয়াটা হয় যদি এমন তবে আর রবে কী ভালোটা কেমন? কেমন করে গেয়ে যাবে সমতার গান পথোশুধু চেয়ে আছে করে আহ্বান। আহ্বানের সংকীর্তন পৃথিবীর পথে চারিদিক চেয়ে দেখো নয় একসাথে অপার আশার বালি হারাবার সাজে যোগদেয় এ-সভাতে তাহার কাজে।

কায্য হয় এই যদি নিগরের মুলে তুমি তবে যাবে কোথায় জগতের ভূলে? আমি হই ঝড়াপাতা মরমীর বেশে যেতে হবে একদিন আপন দেশে। দেশত্বের কর্মগুণ আছে, নিগরের তরে আশ্বিনের মমভরা পবণ পারে সবাই আজ অবিণাশে ধরণী সাবার ফিরে আর আসবেনা কখনো আবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।