জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
বছরের শুরুতে পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা জনপ্রিয় গায়িকা হিসেবে পুরস্কৃত হন কেটি পেরি। অথচ এমন একটা সময় গেছে, যখন পেরিকে অনেক কষ্টের মধ্য দিয়ে পার করতে হয়েছে। ২০০১ সালে প্রথম অ্যালবাম কেটি হাডসন দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় পেরি ২০০৪ সালে দ্বিতীয় অ্যালবাম এবং একটি মিক্সড অ্যালবামের জন্য কাজ করেন।
কিন্তু ভাগ্যদেবী তাঁর দিকে মুখ ফিরে তাকাননি। শেষ পর্যন্ত এই দুটি অ্যালবামও অপ্রকাশিত থেকে যায়। ২০০৮ সালে ওয়ান অব দ্য বয়েজ অ্যালবামটি পেরিকে রাতারাতি খ্যাতির শীর্ষে নিয়ে যায়। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
২০১০ সালে প্রকাশিত হয় তৃতীয় একক টিনএজ ড্রিমস।
সম্প্রতি এই অ্যালবামের ‘ফায়ারওয়ার্ক’ গানটি বিলবোর্ডের পপ ও ড্যান্স গানের চার্টের শীর্ষস্থানে এবং বিলবোর্ড হট হানড্রেড গানের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এমনকি গানটি ইউএস রেডিওতে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড—প্রতিটি দেশের টপ চার্টে টানা অবস্থান করে। এ ছাড়া প্রায় পাঁচ লাখ নয় হাজারবার ডাউনলোড হয়ে বছর শেষে গানটি সেরা দ্বিতীয় ডিজিটাল ডাউনলোড গান হিসেবে বিবেচিত হয়।
তা ছাড়া এ পর্যন্ত টিনএজ ড্রিমস অ্যালবামের তিনটি গান মুক্তি পেয়েছে।
প্রতিটি গানই পেরির জন্য অন্য রকম সাফল্য বয়ে এনেছে। এরই পরিপ্রেক্ষিতে বিটস অ্যাওয়ার্ডের দুটি বিভাগে এবং গ্র্যামি অ্যাওয়ার্ডের চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন পেরি। ধারণা করা হচ্ছে, গ্র্যামি অ্যাওয়ার্ডে যেকোনো একটি পুরস্কার পেরির ঝুলিতে জমতে পারে। এ অ্যালবাম প্রসঙ্গে পেরি বলেন, ‘এই অ্যালবামটি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালবাম। ভক্তরা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে আমার গান শোনার জন্য।
তাই অনেক সময় নিয়ে গান তৈরি করি। ’ এ ছাড়া ভক্তদের প্রতি পেরির কৃতজ্ঞতার শেষ নেই। নিয়মিত টুইটার, ফেসবুক এবং নিজের ব্যক্তিগত ওয়েবসাইটও ব্যবহার করেন পেরি। আর সে জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ডে সেরা অনলাইন জনপ্রিয় ব্যক্তিত্বের তকমাটাও পেয়ে গেছেন তিনি। এমনকি টুইটারে ভক্তদের উদ্দেশে লিখেছিলেন, ‘আপনাদের পছন্দের চতুর্থ গান হবে কোনটি?’ ভক্তরা চতুর্থ গান হিসেবে ‘ইটি’ গানটিকে নির্বাচনের অনুরোধ করে।
ভক্তদের ব্যাপক সাড়া পেয়ে পেরি এ গানটি প্রকাশের সিদ্ধান্ত নেন। আসছে ফেব্রুয়ারিতে টিনএজ ড্রিমস অ্যালবামের চতুর্থ গান ‘ইটি’ প্রকাশিত হবে। পেরি আশা করছেন, এ গানটিও শ্রোতামহলে বেশ সাড়া ফেলবে। তা ছাড়া গানটি প্রকাশের পর বেরিয়ে পড়বেন ক্যালিফোর্নিয়া ড্রিমস ট্যুরে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশসহ সর্বমোট ৫৬টি লাইভ কনসার্টের এই ট্যুর শেষ হবে নভেম্বরে।
সময়ের সঙ্গে সঙ্গে পেরির সাফল্য তাঁকে কোথায় নিয়ে পৌঁছায়, তা এখনই বলা মুশকিল।
জাবেদ ইকবাল
তথ্যসূত্র: ওয়েবসাইট
[২০.০১.২০১১ প্রথম আলো আনন্দ পাতার জন্য লিখিত। ]
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।