একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়
. কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা থাকতে হবে, আন্তরিকতার সাথে মন থেকে মেনে না নিলে সেই কাজে সাফল্য আসা কঠিন।
. যেকোন কাজে ভালো করতে হলে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের বিকল্প নাই।
. জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সততা, যেকোন কাজ নিয়ে নিজের কাছে সত্ থাকতে হবে।
. কাজের প্রতি আগ্রহ থাকতে হবে; যা-ই করি না কেন তা আগ্রহ নিয়ে নিজের ইচ্ছায় করতে হবে।
. কোথাও সাফল্য পাওয়ার পূর্বশর্ত হচ্ছে সেখানে উদ্যম খুঁজে পাওয়া; যেকোন ভালো কাজে উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে।
. বর্তমানের সংগে সংগে ভবিষ্যতকেও দেখার চেষ্টা করতে হবে, নিজের মধ্যে ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখার ক্ষমতা তৈরি করতে হবে। ।
. জীবনে সাফল্য আনতে হলে আগে নিজের উপর বিশ্বাস আনতে হবে; আত্মবিশ্বাস একজনকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে।
পুনশ্চ: কেউ কি লক্ষ করেছেন, এখানে মেধা বা প্রতিভার কথা বলা হয়নি। জীবনে সাফল্য আনতে এসব অন্তর্নিহিত গুণের চেয়ে নিজের চেষ্টাটাই বড়।
প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকলে মেধা ও প্রতিভার বেড়া ডিঙিয়ে সফল হতে পারে যে কেউ।
মুহম্মদ জাফর ইকবাল(প্রথম আলো ১৭.১১.২০০৭)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।