আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্যের ৭ কথা



পেশাজীবনে সফল হওয়া যেমন সহজ নয়, আবার খুব যে কঠিন তা-ও নয়। সফলহতে হলেকিছু ব্যাপারে সচেতন থাকতে হবে, নিজেকে আরও যোগ্য, অপরিহার্য করে তুলতে হবে। সফল হওয়ার সাতটি পরামর্শ দিয়েছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো• সাইফুল ইসলাম এক• সফলতার জন্য সবার আগে জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্যটা হতে হবে নিজের অবস্থার সঙ্গে মিলিয়ে বাস্তবসম্মত এবং এ লক্ষ্যই তাঁর জীবনের দিকনির্দেশক হবে। দুই• লক্ষ্য অর্জনের জন্য শিক্ষা, জ্ঞানার্জন, প্রশিক্ষণ, আচরণবিধিসহ জীবনের দরকারি অনুষঙ্গের সমন্বয় করতে হবে। এর জন্য পারিবারিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব ধরনের জোগানের নির্ভুল সমন্বয় দরকার।

তিন• শুধু জ্ঞানার্জনই শেষ কথা নয়, অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে, এ জন্য পুঁথিগত বিদ্যার বাইরে পেশাগত তথা বাস্তব জ্ঞানে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। চার• নিজেকে সফল হিসেবে দেখতে হলে একটা দৃঢ় সংকল্প থাকা চাই, লক্ষ্যে পৌঁছানোর পথে পারিবারিক, মানসিক, সামাজিক, জৈবিক, আর্থিক, রাজনৈতিক সমস্যাসহ অনেক ধরনের বাধাবিপত্তি আসতে পারে জীবনে; অন্যসব পিছুটানের জন্য ত্যাগ স্বীকার এবং বাধা অতিক্রম করার মতো মানসিক প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাঁচ• আপনি যে ক্ষেত্রে সফলতা চাচ্ছেন, সেখানে সফল কারও সান্নিধ্য লাভ, পরামর্শ, দিকনির্দেশনা অনুযায়ী অগ্রসর হওয়া আপনার উদ্দেশ্য সাধনে সহায়ক হবে। ছয়• সফলতার জন্য যে কাজই করছেন না কেন তাতে পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর এ জন্য দরকার সুস্থ মন ও সুস্বাস্থ্য। সাত• সব কিছুর পরও সত্যবাদিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জীবনের সীমাবদ্ধতাগুলো পূরণের প্রয়াসে সৃষ্টিকর্তার কাছে পূর্ণ আনুগত্যসহ নিজেকে সমর্পণ করতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।