ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ২০ ডিসেম্বর ভারতে একযোগে ৪ হাজার ৫০০ সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘ধুম থ্রি’। বলিউডের ইতিহাসে এটি নতুন এক রেকর্ড।
কোনো ছুটির দিন ছাড়াই ২০ ডিসেম্বর শুক্রবার শুধুমাত্র সকালের শোতে ৯৫ থেকে ১০০ ভাগ আয় করেছে এই সিনেমা। এমনকি আন্তর্জাতিক বাজারেও মিলেছে ব্যাপক সাফল্য।
চলতি বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে ইতোমধ্যেই ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘কৃষ থ্রি’র সঙ্গে তালিকায় নাম লিখিয়েছে ‘ধুম থ্রি’।
বলিউড হাঙ্গামার দেওয়া তথ্য অনুসারে, ২২ ডিসেম্বর পর্যন্ত ভারতের সব সিনেমাহলের সিট আগেই বুক করা হয়ে গেছে।
বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য এরই মধ্যে টিকেটের দাম বাড়ানো হয়েছে শতকরা ১০ থেকে ১২ ভাগ। আর মুম্বাইতে বাড়ানো হয়েছে প্রায় ৬০ ভাগ।
আসন্ন বড়দিন এবং নতুন বছরে আরও ভালো ব্যবসা করবে ‘ধুম থ্রি’, এমন ধারণা বক্স অফিস বিশ্লেষকদের। আর ১০০ কোটির ক্লাব ছাড়িয়ে এক সপ্তাহের মধ্যেই ‘ধুম থ্রি’ পৌঁছে যেতে পারে ২০০ কোটির ক্লাবে, এ সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।