মন বসে না পড়ার টেবিলে
কয়েকদিন আগে আমার এক বন্ধু আমারে একটা ইউটিউব লিংক দিয়ে বলল এই গানটা শুনে দেখ । ওইটা আসলে একটা গান ছিল না । ছিল একটা মিউজিক কম্পোজিশন । রাত সাড়ে ১২টায় শুনলাম প্রথমবার । তারপর শুনতেসি তো শুনতেসিই ।
দৈর্ঘ্য ৩ মিনিট ২৪ সেকেন্ড ।
কার্লোস নুনেজ এর জন্ম স্পেনের গ্যালিসিয়ায় । তিনি ঐতিহ্যবাহী গ্যালিসিয়ান ব্যাগপাইপ এবং গাইতা(এক ধরনের বাদ্যযন্ত্র) বাজানোয় বিশ্বসেরা । মাত্র ৩৯ বছর বয়সী এই প্রতিভাবান সংগীত শিল্পী কিন্তু দেখলে অনেক বুড়া মনে হয় । মাথায় চুল কম।
সেইটা ব্যাপার না। ওই একটা অ্যালবাম শুইনা পরে আমি পুরা ডিস্কোগ্রাফি নামায়ে ফেললাম । বসেটিক কখান জিনিস।
আপনারা একখান শুইনা আমারে ধন্য করলে খুশী হব।
বেশ পুরনো একটা পোস্ট ।
সামুতে আমার ৪র্থ পোস্ট । লোকমুখে শুনলাম গানের পোস্ট দেখলেই নাকি হামা ভাই কমেন্ট করতে ছুটে আসে । ওইটা চেক করার জন্য আজকে একটা রিপোস্ট দিলাম । সেই সাথে বাড়তি কিছু হিটও কামানো হবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।