আমাদের কথা খুঁজে নিন

   

টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা ২

ভাল ছেলে :)

টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা। একাটা গল্প দিয়ে শুরু করি। ধরেন আপনি নদীর ধারে দারিয়ে আছেন। আপনি নদীর উপার যাবেন। তীরে অনেকগুলো নৌকা ভেড়ানো আছে।

কিছু নৌকা ভিরানো আছে। এদের মধ্যে কিছু নৌকায় মানুষ অলরেডি উঠে বসেছে। কিছু খালি। কিছু তীরে ভিরছে। কিছু ছেরে যাচ্ছে।

আপনি কোন নৌকায় উঠবেন? ফান্ডামেন্টাল এনালাইসিস আপনাকে বলবে কোন নৌকা কতটুকু মজবুত। কোনটি মাঝ নদিতে যেয়ে ডুবে যাবার সম্ভাবনা নেই। এখন ফান্ডামেন্টাল এনালাইসিস করে আপনি ৫ টি নৌকা দেখতে পেলেন যেগুলোতে চড়ে বসা যায়। এই ৫ টির মধ্যে ১ টি নৌকা খালি। কেউ নেই।

১ টি তীরের দিকে আসছে। ১ টি অর্ধেক মানুষ ভরেছে। আরেকটি নৌকা ভরে গেছে ছেরে যাবার জন্য নোঙ্গর তুলেছে। আপনি কোন নৌকায় উঠবেন? এই ডিসিশন টা আপনাকে দিবে। টেকনিক্যাল এনালাইসিস।

অবশ্যই ভরে যাওয়া নৌকাটি তে উঠতে পারলে আপনি কোন সময় অপেক্ষা করা ছারাই তারাতারি উপার চলে যেতে পারবেন। ধরলাম আপনি শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস যানেন। তাহলে আপনি যদি ৫ টি নৌকার খালি নৌকাটিতে উঠে বসে থাকেন যেটি ৭ দিন পরে উপার যাবে । তাহলে কি হবে! নদীর ধারে ৭ দিন বসে থাকতে নিশ্চয় কারো ভাল লাগার কথা না। এই গল্পটা ঢাকার লোকাল বাসের ক্ষেত্রেও প্রযোজ্য।

আর আপনি এও বুঝতে পারছেন ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস দুটোই যে দরকার। যদিও দক্ষ টেকনিক্যাল এনালিস্টরা ফান্ডামেন্টাল নিয়ে এতটা মাথা ঘামায় না। ফান্ডামেন্টাল এনালাইসিস ট্রু ভেলু নিয়া কাজ করে। অপর দিকে টেকনিক্যাল এনালাইসিস স্টক প্রাইস নিয়ে কাজ করে। টেকনিক্যাল এনালিস্টরা বিশ্বাস করে ফান্ডামেন্টাল নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নাই কারন একটা স্টক প্রাইজে ফান্ডামেন্টাল এনালাইসিস অলরেডি উপস্থিত আছে বা বিদ্যমান।

যেমন নৌকার উদাহরনে আপনি দেখলেন নৌকা ভর্তি, ছেরে যাচ্ছে। আপনি শুধু উঠবেন। এখানে ফান্ডামেন্টাল এনালাইসিস অলরেডি হয়ে গেছে। আপনাকে কস্ট করে করতে হবে না। টেকনিক্যাল এনালাইসিসের আরেকটা ইমপর্টেন্ট ব্যাপার হল দ্রুত প্রবেশ দ্রুত প্রস্থান।

একটি স্টকে প্রবেশ করার পর যদি সে দেখতে পায় ভুল হয়ে গেছে। অতি দ্রুত সে প্রস্থান করবে। অন্যদিকে ফান্ডামেন্টাল এনালাইসিস অনেক স্লো। তাদের কথা ভাল শেয়ার। দাম একদিন বাড়বেই।

(ফান্ডামেন্টাল হল হাতী, টেকনিক্যাল হল চিতা ) ট্রেন্ডই আপনার ফ্রেন্ড (trend is your friend): টেকনিক্যাল এনালিস্টরা সবসময় ট্রেন্ডের সাথে চলে। গ্রাফ কখোনো মিথ্যা কথা বলে না। স্টক মার্কেটে দুই ধরনের ইনভেস্টর আছে। ১ জন ট্রেড করে ১ জন ইনভেস্ট করে। ট্রেড সর্ট টার্ম যেখানে টেকনিক্যাল এনালাইসিস সব থেকে প্রযোজন।

লংটার্ম ইনভেস্টের জন্য টেকনিক্যাল এনালাইসিস এতটা জরুরি নয়। না করলেও চলে টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা। চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.