এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
আজ একটা ল্যাপটপ কিনলাম। আমার অফিসের ল্যাপটপ আর এটা একই মডেলের।
আরেকটা পুরনো কম্পিউটার আছে। জিপি মডেম ইউজ করি। পুরনো পিসি ও অফিসের ল্যাপটপে মডেম লাগানো মাত্র নেটওয়ার্ক কানেকশন পায়। কিন্তু নতুন কেনা ল্যাপটপে মডেম লাগানোর পর ১) অটোমেটিক্যালি ইনসটল হলো না, ক্লিক করে করতে হয়েছে ২) কোনো নেটওয়ার্ক কানেশনই পায় না, অর্থাৎ ডিভাইস ডিসকানেকটেড অর নট এ্যাভেইল্যাবল আসে। সারারাত ভর দুটো ল্যাপটপ সামনে নিয়ে এই টেস্ট করছি, কিছুই হচ্ছে না।
নতুন ল্যাপটপে অটো অয়ারলেস নেটওয়ার্ক ইনস্টল করা আছে, কিন্তু ফাংশন বুঝি না।
কেউ কি দয়া করে পরামর্শ নেবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।