যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...
ব্লগে প্রথম পাতায় কখনো ১৫টি, কখনো ৩০টি পোস্ট দেখতে পাই। এরকম হয় কেন? কী করলে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি?
অনলাইন ব্লগার 'ছবি আকারে দেখুন'-এ ক্লিক করলে ছবি আকারে অপশন আসে না, অর্থাৎ শুধু নামগুলোই থাকে, ছবি না; অধিকন্তু 'ক্রমানুসারে পোস্ট' থেকে 'সংকলিত পোস্টে' চলে যায়। এমন কেন হয়? কোন্ কোন্ ব্লগার অনলাইন আছেন তা দেখতে হলে অনেক লম্বা লাইন ধরে নিচে যাওয়ার চেয়ে প্রোফাইল পিকচার দেখেই অনায়াসে চেনা যায়, অভ্যস্তও হয়ে গেছি।
এসব কি আমার পিসির সমস্যা, নাকি ব্লগের সমস্যা? আমার অন্য পিসিতেও এরকম হচ্ছে।
টেকি ভাইবোনদের পরামর্শ চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।