ভাল ছেলে :)
টেকনিক্যাল এনালাইসিস নিয়ে বলার আগে একটু বলে নেই। একটা স্টক এনালাইসিসের জন্য আপনাকে ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস দুটোরই প্রয়োজন হয়। একটা স্টককে ফোরকাস্ট করার জন্য মুলত টেকনিক্যাল এনালাইসিস ব্যাবহার করা হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটি প্রতিষ্ঠানের মৌলিক অর্থনৈতিক ভিত্তিগুলো বিশ্লেষন করে স্টকটির দাম কেমন হবে সেটা বের করে। স্টকটির মুল্য বিচার করে।
এর দাম টি যৌতিক কিনা সেটা বের করে। অন্য দিকে টেকনিক্যাল এনালাইসিসে অর্থনৈতিক ভিত্তি নিয়ে কোন মাথা ব্যাথা নেই। এটি কাজ করে দামের গতিবিধি নিয়ে। বর্তমান দাম কেমন, কি পরিমান বেচাকিনা হচ্ছে, মার্কেটে চাহিদা কতটুকু। এর অতীত ইতিহাস কি বলে।
এইসব।
আমরা জানি স্টক মার্কেটে একটাই সুত্র:
সেটা হলো একটা স্টক আমরা কম দামে কিনবো বেশি দামে বিক্রি করবো।
এখন আমরা বুঝবো কিভাবে এই স্টকটি এখন কম দামে আছে না বেশি দামে আছে। আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করে বলে দিতে পারবেন। এই স্টক টির পিই ১২ এইটির পিই ২৫।
সো ১২ পিই স্টকটি ভাল হবে। কিন্তু একটি কথা স্যার। ১২ পিই স্টকটির নাম সামনে যে আরো কমবে না। এটার পিই যে দাম কমতে কমতে এর পিই ৮ এ নামবে না। এটা কি আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করে বলতে পারবেন? অথবা একটি শেয়ার কখন বিক্রি করতে হবে? এখন দাম এখন কম না এখন দাম বেশি? দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে না কমবে?
পারবেন না।
কারন ফান্ডামেন্টাল এনালাইসিস ট্রেন্ড নিয়ে এনালাইসিস করে না।
একটা স্টক কি আপট্রেন্ডে আছে না ডাউনট্রেন্ডে আছে। এটা আপনি টেকনিক্যাল এনালাইসিস করে বের করতে পারবেন। টেকনিক্যাল এনালাইসিস মুলত একটি কারিগরি বিশ্লেষন। এখানে চার্ট নিয়ে কাজ করা হয়।
অনেকে এটাকে চার্ট এনালাইসিস ও বলে থাকে। চার্ট মুলত বিক্রিত ভলিউম আর দাম নিয়ে এর স্টাটিসটিকালি ডাটা নিয়ে এনালাইসিস করা হয়। যা আপনি মুলত দেখতে পারবেন টিএ করে।
১। মার্কেটের প্রকৃত চিত্র তুলে ধরে।
(একটি স্টকের দাম কম না বেশি আছে সেটা বড় কথা না, মানুষ এটি বেশি কিনছে না বেশী বিক্রি করছে। প্রক্বত বাজারের চিত্রটা তুলে ধরে)
২। দাম সবসময় ট্রেন্ড মেনে চলে। (একটি আপ ট্রেন্ড যদি তৈরী হয়। সেটা অক্ষুন্ন রেখে চলবে যে পর্যন্ত না ডাউনট্রেন্ড আবার শুরু হয়।
)
৩। ইতিহাস পুনরায় ফিরে আসে। (একটি স্টক যেভাবে উঠানামা করে সামনে ও তাই করবে)
টিএ এনালাইসিসে সবথেকে ইমপর্টেন্ট হল ট্রেন্ড এনালাইসিস।
আসেন আমরা ট্রেন্ড বুঝার চেস্টা করি।
ট্রেন্ড মুলত ৩ প্রকার।
১। আপ ট্রেন্ড
২। ডাউন ট্রেন্ড
৩। হরাইজন্টাল / সমান্তবাল ট্রেন্ড
আপট্রেন্ড :
ডাউন ট্রেন্ড :
হরাইজন্টাল / সমান্তবাল ট্রেন্ড:
একটা আপট্রেন্ড যখন তৈরী হয় তখন সেটা বেশকিছু দিন থাকার সম্ভাবনা হয়েছে। ঠিক তেমনি ডাউনট্রেন্ডের ক্ষেত্রে ও হরাইজন্টাল / সমান্তবাল ট্রেন্ড।
এখন কোনটি আপ ট্রেন্ড কোনটি ডাউনট্রেন্ড আর কোনটি হরাইজন্টাল ট্রেন্ড এটি বুঝার জন্য সাপোর্ট রেজিস্টান্স কি সেটা বুঝতে হবে।
সাপোর্ট আর রেজিস্টান্স বের করে আপনি খুব সহজেই কোনটি আপ, ডাউন আর কোনটি হরাইজন্টাল ট্রেন্ড বের করে ফেলতে পারবেন।
আশা করি সামনে পোস্টে একটি স্টকের সাপোর্ট কি আর রেজিস্টান্স কি আর এটা থেকে কিভাবে বুঝবো স্টকটি কোন ট্রেন্ডএ আছে, কখন একটি ট্রেন্ড ব্রেক করে অন্য ট্রেন্ডে প্রবেশ করে বের করার চেস্টা করবো।
টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা ২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।