সরকার এবং বিরোধী দল বার্থ হয়েছে। সরকারের কাজ শুধু দমনের নামে মানুষ হত্যা করা না, বরং জননিরাপত্তা নিশ্চিত করা। দেশের সকল মানুষ আজ নিরাপত্তাহিন। আতংক সবার মাঝে। আমার বয়স চল্লিশের কাছাকাছি।
এই বয়সে আমি এমন হত্যাযজ্ঞ দেখিনি। সরকারকে বলবো সাধারণ মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়। যুদ্ধপরাধির বিচার সকলের প্রানের দাবী। কিন্তু এটা করতে গিয়ে নতুন করে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে।
পুলিশ যেভাবে ধরে নিয়ে গুলি করে হত্যা করছে, তথ্য প্রযুক্তির এই যুগে এটা ঢেকে রাখা যাবেনা। যুদ্ধের ময়দানেও আটক করে বিচার করা হয়। আমরা দেখছি যাদেরকে গুলী করা হচ্ছে সবাই নিরস্ত্র। ওদের হাতে ইট- লাঠি আর পুলিশ এর গুলী। এই দৃশ্য ফিলিস্তিন ও ইসরাইল এর কথা মনে পড়ে।
পুলিশের উপর হামলা যেমন গ্রহণযোগ্য নয়, একই ভাবে নিরস্ত্র মানুষ কে গুলিকরে হত্যা গ্রহণযোগ্য নয়।
এতকিছু ঘটার পরও বি এন পি যেন আঙ্গুল চুষছে। তাদের কোন দায়িত্ব নেই। জামাত তাদের জোটের অংশীদার। তাদেরকে পুলিশের উপর হামলার মতো ঘৃণিত কাজ থেকে বিরত রাখা তাদের দায়িত্ব।
জামাত কে বলবো, আপনারা যদি কর্মসূচী দিতে চান তবে সেটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষ মেনে নেবে না। আপনাদের কর্মীর জীবন রক্ষা করা এবং দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করা সকলের প্রথম দায়িত্ব।
দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহিনতা এবং আতঙ্কে কাটাচ্ছে। পথে বেরিয়ে কেহ বাসাই ফিরবে এটার নিশ্চয়তা নেই।
সবার উপর দেশ। হিংসা এবং হানাহানি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমাদের গড়তেই হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।