কেবল আদর্শবান খেলোয়াড়রাই এখানে জয়লাভ করে
'বার্থ ডে'তে সাধারণত মানুষ তার মনের মতো করে বৈচিত্র্যময় গিফট দিয়ে থাকেন। প্রিয় মানুষটির প্রতি ভালবাসা ও শ্রদ্ধার অনভূতি অনুযায়ী একজন ব্যক্তি সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় উপহারটি বেছে নেন। কিন্তু প্লেন উপহার দেয়ার স্বপ্ন ক’জনই দেখতে পারেন?
হ্যাঁ, স্বপ্ন হলেও এমনটা ঘটেছে। ইনডিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি জন্মদিন উপলক্ষ্যে স্ত্রীকে বিলাসবহুল একটি প্লেন গিফট করেছেন। এয়ারবাস কোম্পানির প্রস্তুতকৃত বিমানটিতে রয়েছে শয়নকক্ষ, গোসলখানা, পানশালা, খেলাধুলা ও স্যাটেলাইট টিভি দেখার ব্যবস্থা।
ইনডিয়ার বৃহত্তম বেসরকারি কম্পানি ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর মালিক আম্বানি ৪৪তম জন্মদিনে স্ত্রী নিতাকে যে প্লেনটি গিফট করেন তার দাম ছয় কোটি আমেরিকান ডলার। ‘মুম্বাই মিরর’ পত্রিকা এ খবর জানিয়েছে।
এয়ারবাস কম্পানির ওই প্লেনের সাজ-সজ্জা খুবই দামী। এতে আছে সুসজ্জিত একটি অফিস স্পেস, খেলার জায়গাসহ একটি কেবিন, গান শোনা ও স্যাটেলাইট টিভি দেখার ব্যবস্থা এবং ওয়ারলেস সুবিধা। এছাড়া প্লেনটিতে একটি মাস্টার বেডরুম, শাওয়ার সহ একটি বাথরুম এবং আলোছায়ার একটি বারও আছে।
পত্রিকাটি জানায়, এয়ারবাস কম্পানি প্লেন বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। এটি ইতিমধ্যে দিল্লি এয়ারপোর্টে পৌছেছে। শিগগির প্লেনটিকে মুম্বাই আনা হবে।
রিলায়েন্স কম্পানির এক মুখপাত্র বলেন, প্লেন কেনার খবরটি আমরা অস্বীকার করছি না আবার নিশ্চিতও করছি না। রিলায়েন্সের বর্তমান মুলধন প্রায় দশ হাজার কোটি ডলার।
আঞ্চলিক গণমাধ্যম জানিয়েছে, আম্বানি মুম্বাইতে যে বাড়িটি তৈরি করছেন তাতে খরচ হবে প্রায় একশ কোটি ডলার। এটি হবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বাড়ি। ছয়টি পরিবারের জন্য ২৭ তলার এই বাড়িটি তৈরি করা হচ্ছে। এর ছাদে হেলিকপ্টার নামতে পারবে। ছয়টা তলা জুড়ে শুধু গাড়ি রাখার ব্যবস্থা।
আর এই বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য থাকবে ছয়শ’ কর্মচারী।
(যাযাদি ৩/১১/০৭, কিছুটা পরিবর্তিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।